রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়া ইউপি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ১৫ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস-২০২৩ পালনে গতকাল ৩রা আগস্ট বিকালে মাছপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মাছপাড়া ইউপি আওয়ামী লীগের সভাপতি মোঃ সুজাউদ্দিন মৃধার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আকবর আলী প্রামানিকের সঞ্চালনায় প্রস্তুতি সভায় পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার সেলিম হোসেন রনো, মাছপাড়া ইউপি আওয়ামী লীগের সহসভাপতি আবুল ফজল ও মোহাম্মদ আলী চাঁদ, মাছপাড়া ইউপির ১নং ওয়ার্ডের মেম্বার আরিফুল ইসলাম পিন্টুসহ মাছপাড়া ইউপি ও বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় মাছপাড়া ইউপিতে জাতীয় শোক দিবস পালনে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। প্রস্তুতি সভায় মাছপাড়া ইউপির মেম্বারগণ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।