জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের অভিযানে গতকাল ৩রা আগস্ট রাজবাড়ী পান ও পাট বাজারের দুই দোকানীকে ৭হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দোকান দুটি হলো পান বাজারের মোসলেম স্টোর ও পাট বাজারের অসিত স্টোর।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, বাজার তদারকি অভিযানে প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রি বা সরবরাহ না করা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে মোসলেম স্টোরকে ৫হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে অসিত স্টোরকে ২হাজার টাকা জরিমানা করা হয়।



