ঢাকা বুধবার, জানুয়ারী ১৪, ২০২৬
পাংশায় পারিবারিক আয়োজনে ডাঃ পাতার দ্বিতীয় মৃত্যু বার্ষিকী পালিত
  • মোক্তার হোসেন
  • ২০২৩-০৮-০৫ ১৩:২২:৪২

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডাঃ এএফএম শফীউদ্দীন পাতার গতকাল ৪ঠা আগস্ট পারিবারিক আয়োজনে দ্বিতীয় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
  এ উপলক্ষে গতকাল শুক্রবার পর্যায়ক্রমে পাংশা উপজেলার কলিমহর ইউপির সাজুরিয়া মোল্লাবাড়ী জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে ডাঃ পাতার কবর জিয়ারত, সাজুরিয়া শাহ আব্দুল্লাহ রুমি(রঃ) হাফিজিয়া ও নূরানী মডেল মাদরাসায় পবিত্র কোরআন খানী, মিলাদ ও দোয়া মাহফিল এবং তবারক বিতরণ করা হয়। 
  কবর জিয়ারত, মিলাদ ও দোয়া মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা মোঃ রবিউল ইসলাম।
  ডাঃ এএফএম শফীউদ্দীনের স্ত্রী দি মেডিকেল সেন্টারের ডিরেক্টর দীনা খন্দকারের সার্বিক ব্যবস্থাপনায় কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে তত্ত্বাবধান করেন মাছপাড়া ইউপি যুবলীগের সদস্য মোঃ গোলাম মোস্তফা। উভয় কর্মসূচিতে ডাঃ এএফএম শফীউদ্দীন পাতার পুত্র আতিক এহসান অঝর ও কন্যা জারিফা জারিন উর্বি, স্থানীয় আকুব্বার প্রামানিক, আকবর প্রামানিক, ইমন শেখ, হিরাজ সরদার, আমীর সরদার, আলাউদ্দিন মোল্লা, হেলাল মোল্লা, আব্দুল মালেক, আব্দুল আজিজ, মসজিদের মুসল্লিগণ, মাদরাসার ছাত্র ও গ্রামবাসী লোকজন উপস্থিত ছিলেন।
  উল্লেখ্য, ২০২১ সালের ২৯শে জুলাই করোনা ভাইরাসে আক্রান্ত হলে ডাঃ এএফএম শফীউদ্দীন পাতাকে রাজধানী ঢাকার শেখ রাসেল গ্যাস্ট্রোলজি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসায় ৩রা আগস্ট দুপুরে করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে রিলিজ নেওয়ার এক পর্যায়ে আকস্মিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন।
  ডাঃ এএফএম শফীউদ্দীন পাতা(৬২) রোটারী ক্লাব অব পাংশার ফাউন্ডার প্রেসিডেন্ট, বিএমএ ও স্বাচিবসহ বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত ছিলেন।

বালিয়াকান্দির নারুয়া বাজারে বেকারীর মালিককে জরিমানা
 পাংশার বৃত্তিডাঙ্গায় আদিবাসী পরিবারের মাঝে কম্বল বিতরণ
গোয়ালন্দে ভোটারদের উদ্বুদ্ধ করতে ভোটের গাড়ীর প্রচারণা কার্যক্রম উদ্বোধন
সর্বশেষ সংবাদ