ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
পাংশার কশবামাজাইল ইউপির সুবর্ণকোলায় প্রতিপক্ষের হামলায় ১জন আহত
  • মোক্তার হোসেন
  • ২০২৩-০৮-০৫ ১৩:২৩:৪৯

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কশবামাজাইল ইউপির সুবর্ণকোলা গ্রামে গতকাল ৪ঠা আগস্ট সকাল ১১টার দিকে প্রতিপক্ষের হামলার শিকার হয়েছে রথীন্দ্রনাথ মন্ডল(৩২) নামের এক ব্যক্তি। 
  রথীন্দ্রনাথ মন্ডল সুবর্ণকোলা গ্রামের পল্লী চিকিৎসক রবীন্দ্রনাথ মন্ডলের পুত্র। সামাজিক দ্বন্দ্বের জেরে এই হামলার ঘটনা ঘটেছে।
  জানা যায়, সুবর্ণকোলা কালি মন্দিরের পেছনে পরিবারের লোকজনের সাথে পাট জাগ দেওয়ার কাজ করছিল রথীন্দ্রনাথ। ওই সময় প্রতিপক্ষের কয়েকজন লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে তার উপর অতর্কিতভাবে হামলা করে। হামলায় তার বাম হাতসহ শরীরের বিভিন্ন স্থানে কাটা ফাটা ফুলা ও রক্তাক্ত জখম হয়। ঘটনার পরপরই তাকে পাংশা হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে প্রাথমিক চিকিৎসা করানো হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে গ্রামের বাড়ীতে নিয়ে যাওয়া হয়েছে। হামলার শিকার রথীন্দ্রনাথ মন্ডল এ তথ্য নিশ্চিত করেন। তিনি আইনগতভাবে প্রতিকার চাইবেন বলে জানান।

 

বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ