ঢাকা শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪
পাংশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ ৩জন গ্রেফতার
  • মোক্তার হোসেন
  • ২০২৩-০৮-০৫ ১৩:২৪:৫৭

রাজবাড়ী জেলার পাংশা মডেল থানা পুলিশ গত ৩রা আগস্ট রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যৌতুক নিরোধ আইনে ২বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মিজানুর রহমানসহ পৃথক মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী ফেরদৌস মন্ডল ও রনি কুমার দাসকে গ্রেফতার করেছে।

  ধৃত মিজানুর রহমান মিজান হাবাসপুর ইউপির গঙ্গানন্দদিয়া গ্রামের সিরাজুল ইসলামের পুত্র, ফেরদৌস মন্ডল মাছপাড়া ইউপির কালীনগর গ্রামের বাবলু মন্ডলের পুত্র ও রনি কুমার দাস পাংশা পৌরসভার নারায়নপুর গ্রামের ধীরেন কুমার দাসের পুত্র।
  গোপন সংবাদের ভিত্তিতে এসআই দিপঙ্কর কুন্ডু, এসআই সেলিম হোসেন, এএসআই শহিদুল ইসলামসহ সঙ্গীয় পুলিশ পৃথক অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে।
  জানা যায়, মিজানুর রহমানের বিরুদ্ধে তার স্ত্রী মনিরা খাতুন ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় রাজবাড়ীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতে সিআর-২২/২০ নং মামলা দায়ের করে। এছাড়া মিজানুর রহমানের বিরুদ্ধে তার নাবালক পুত্র ছামিউল ইসলাম গং পারিবারিক আদালতে মামলা নং-০৬/২০২১ দায়ের করে। যৌতুক নিরোধ আইনের মামলায় পলাতক অবস্থায় মিজানুর রহমানের বিরুদ্ধে ২বছর সশ্রম কারাদন্ড এবং ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড হয়।
এছাড়া পারিবারিক আদালতের মামলায়ও মিজানুর রহমানের বিরুদ্ধে রায় হয়। পারিবারিক আদালতের রায় কার্যকরের জন্য মনিরা খাতুন তার স্বামী মিজানুর রহমানের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে জারি মামলা দায়ের করেছে। মামলাটি বিচারাধীন রয়েছে।

গোয়ালন্দে প্রবাসী সবুজ হত্যার সাথে জড়িতদের ফাঁসির দাবীতে মানববন্ধন
গোয়ালন্দে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামী গ্রেপ্তার
 কালুখালীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১০হাজার টাকা জরিমানা
সর্বশেষ সংবাদ