ঢাকা বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫
বালিয়াকান্দির ৭টি ইউনিয়নে পাট জাগ দিতে বিএডিসির ১৩টি সেচ প্রকল্প চালু
  • তনু সিকদার সবুজ
  • ২০২৩-০৮-০৫ ১৩:২৯:৫৯

পানির অভাবে কৃষকরা যখন পাট জাগ দিতে না পেরে দিশেহারা হয়ে উঠেছে তখন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের নির্দেশনায় জেলার বালিয়াকান্দি উপজেলার ৭টি ইউনিয়নে পাট জাগ দেওয়ার জন্য বিএডিসির ১৩টি সেচ মেশিনের মাধ্যমে বিভিন্ন খাল ও বিলে পানি দেওয়ার কার্যক্রম শুরু করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। 
  গতকাল ৪ঠা আগস্ট বিকালে জঙ্গল ইউনিয়নে পাঁচপোটরা, চরপোটরা ও নারুয়া ইউনিয়নের কোনাগ্রামের সেচ কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির।
  উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের নির্দেশনা মোতাবেক উপজেলার ৭টি ইউনিয়নের সকল বিএডিসির সেচ মেশিনের মাধ্যমে খাল-বিল ও যেখানে পাট জাগ দেওয়া যায় এমন স্থানে পানির ব্যবস্থা করা হচ্ছে। যার সকল আর্থিক খরচ সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম বহন করার কথা জানিয়েছেন। 
  চর পোটরার রতন প্রামানিক ও লক্ষিকান্ত প্রামানিক বলেন, অনেকদিন ধরেই বৃষ্টি না থাকায় আমাদের পাট জাগ দিতে হিমশিম খেতে হচ্ছে। কেউ কেউ আবার মাঠে থাকা পরিপক্ক পাট কাটতে পারছেন না। এই কঠিন সময়ের এসে এমপি সাহেবের এই উদ্যোগ অবশ্যই প্রসংশনীয়। আমাদের এই গ্রামের প্রায় হাজারও কৃষক এই সেচের মাধ্যমে উপকৃত হবে। 
  উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, আমাদের রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের নির্দেশনা অনুযায়ী আমাদের বিএডিসির সকল সেচ প্রকল্পের মেশিন চালু করেছি। এর সকল খরচ এমপি মহোদয় নিজে বহন করবেন বলে জানিয়েছেন। কৃষকরা যাতে করে মাঠে, খাল-বিলে পাট জাগ দিতে পারে এজন্য আমরা ২৪ ঘন্টায় এই মেশিনগুলো চালিয়ে যাবো এবং সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত এগুলো চলমান থাকবে। 
  বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বলেন, আমাদের নেতা রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম আমাদের কৃষকদের কথা ভেবে এই কার্যক্রমটি ব্যক্তিগত অর্থায়নে পরিচালনার নির্দেশ দিয়েছেন। সাধারণ মানুষ যখন পানির জন্য পাট জাগ দিতে পারছে না তখন আমাদের এমপির এই কাজ ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছি।

দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীতে বিএনপির বিক্ষোভ
দৌলতদিয়ায় সুবিধাবঞ্চিত নারী ও এনজিও’র সাথে ডিসির মতবিনিময়
কালুখালীতে শীতার্তদের মাঝে  রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ
সর্বশেষ সংবাদ