ঢাকা রবিবার, মার্চ ২৩, ২০২৫
বালিয়াকান্দিতে হেরোইনসহ মাদক বিক্রেতা গ্রেফতার
  • তনু সিকদার সবুজ
  • ২০২৩-০৮-০৭ ০৩:৩৯:৪২

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের পূর্বমোকুড়ী গ্রামে নিজ বাড়ী থেকে গত ৫ই আগস্ট দিবাগত রাতে ২৫ পুড়িয়া হেরোইনসহ মাদক বিক্রেতা চৈতন্য দাস (৪২)কে পুলিশ গ্রেফতার করেছে।

  গ্রেফতারকৃত চৈতন্য দাস ওই গ্রামের অজিত দাসের ছেলে।

  বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান বলেন, গত ৫ই আগস্ট দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মাসুদুর রহমানসহ সঙ্গীয় ফোর্স বসত বাড়ী থেকে চৈতন্য দাসকে আটক করে। পরে তার কাছ থেকে ২৫ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়।

  এ বিষয়ে বালিয়াকান্দি থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি দায়ের করা হয়েছে। গতকাল ৬ই আগস্ট সকালে তাকে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়।

বালিয়াকান্দিতে বিনামূল্যে ভিজিএফ চাল পেল ১৫ হাজার ৭২২টি অসহায় পরিবার
রাজবাড়ী সদর উপজেলার ৪টি ইউনিয়ন বিএনপির আয়োজনে আলাদীপুরে ইফতার মাহফিল
কালুখালী উপজেলার মদাপুরে ৬বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগে ১ব্যক্তি গ্রেফতার
সর্বশেষ সংবাদ