রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে গতকাল ৬ই আগস্ট দুপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র্যালী অনুষ্ঠিত হয়েছে।
র্যালীটি উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় থেকে বের হয়ে বালিয়াকান্দি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালীতে বালিয়াকান্দি উপজেলা আনসার ও ভিডিপির অবসরপ্রাপ্ত কর্মকতা ফরিদা ইয়াসমীন, উপজেলা আনসার ও ভিডিপি(ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোহাম্মদ আবু সাঈদ মাতুব্বর, উপজেলা কোম্পানী কমান্ডার মোঃ আব্দুর রউফ, উপজেলার সকল ইউনিয়নের কমান্ডার, সহকারী কমান্ডার, দলনেতা ও দলনেত্রীসহ সদস্যরা অংশগ্রহণ করে।
র্যালী শেষে স্থানীয় জনগণের সাথে ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়া হয়।