রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়া ইউপির মথুরাপুর গ্রামে গতকাল ৬ই আগস্ট সমলয় প্রণোদনা কর্মসূচির আওতায় যান্ত্রিক উপায়ে (রাইস ট্রান্সপ্লান্টার) ৫০একর জমিতে আমন ধানের চারা রোপণ শুরু হয়েছে।
রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ২০২৩-২০২৪ অর্থ বছরে খরিফ-২ মৌসুমে উফশী সুগন্ধা ব্রি-ধান ৭৫ জাতের চারা রোপণের মধ্য দিয়ে গতকাল রবিবার সকালে কর্মসূচির উদ্বোধন করা হয়। পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তর কর্মসূচির আয়োজন করে।
জানা যায়, গতকাল রবিবার সকাল সাড়ে ৯টায় মথুরাপুর মাঠে যান্ত্রিক উপায়ে ধান রোপন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে অতিথিদের মধ্যে রাজবাড়ী জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ গোলাম রাসুল ও অতিরিক্ত উপ-পরিচালক(শস্য) আবু মাসুম সিদ্দিক প্রমূখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ।
কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ জানান, প্রথম দিনে সাড়ে ৪একর জমিতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ করা হয়। এলাকার ৯৫ জন কৃষকের ৫০ একর জমিতে প্রথমবারের মতো সমলয় প্রণোদনা কর্মসূচির আওতায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ করা হচ্ছে। একসাথে ৫০ একর জমিতে একই জাতের ধানের চারা রোপণে কৃষকদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। রোপণ থেকে শুরু করে প্রায় ১শ’ দিনের মধ্যে একই সাথে একই সময়ে এই ধান কর্তন করা হবে। ফলে একই সাথে নতুন ফসলের জন্য জমি প্রস্তুত হবে। যান্ত্রিক উপায়ে ধান রোপণে শ্রমিকের বিকল্প হিসেবে রাইস ট্রান্সপ্লান্টার ব্যবহারে প্রায় ৬০ ভাগ শ্রম ও অর্থ সাশ্রয় হবে।
তিনি বলেন, সমলয় প্রণোদনার আওতায় কর্মসূচির জন্য কৃষকদের উদ্বুদ্ধকরণ, কৃষক ও জমি নির্বাচন করাসহ সার্বিক কার্যক্রমে সময় লেগেছে। সর্বোপরি যথা সময়ে কর্মসূচি শুরু করতে পারায় সংশ্লিষ্ট কৃষক ও প্রকল্পের সাথে যুক্ত কর্মকর্তাদের প্রতি তিনি ধন্যবাদ জানান। প্রকল্প সফল ভাবে বাস্তবায়নে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরো দায়িত্বশীলভাবে কাজ করার দিক নির্দেশনা প্রদান করেন।