ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
রাজবাড়ীতে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় ও প্রেস ব্রিফিং
  • আসহাবুল ইয়ামিন রয়েন
  • ২০২৩-০৮-০৮ ০৫:২৮:৩২

মুজিববর্ষে প্রধানমন্ত্রীর ভূমিহীন ও গৃহহীনদের গৃহ প্রদান উদ্বোধন উপলক্ষে গতকাল ৭ই আগস্ট সকালে কালেক্টরেটের সম্মেলন কক্ষে রাজবাড়ীতে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় ও প্রেস ব্রিফিং করেন জেলা প্রশাসক আবু কায়সার খান।
  জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) জয়ন্তী রূপা রায়ের সঞ্চালনায় মতবিনিময় সভায় জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক আসাদুজ্জামান রিপন, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোঃ সোহাগ হোসেন, রাজবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ মোশাররফ হোসেন ও এম. মনিরুজ্জামান, রাজবাড়ী রিপোটার্স ইউনিটির সহ-সভাপতি আসহাবুল ইয়ামিন রয়েন ও দেবাশীষ বিশ^াস, ৭১ টিভির জেলা প্রতিনিধি মেহেদী হাসান, যমুনা টিভির রুবেলুর রহমান, গ্লোবাল টেলিভিশনের খন্দকার রবিউল ইসলাম মজনু ও তৃতীয় মাত্রার শেখ রনজু আহম্মেদ প্রমুখ আলোচনায় অংশগ্রহণ করেন। 
  এ সময় জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণসহ জেলার বিভিন্ন ইলেক্টনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
  প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্যের শুরুতে জেলা প্রশাসক আবু কায়সার খান শোকাবহ আগস্ট মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল সদস্যসহ ১৫ই আগস্টে শাহাদত বরণকারী সকল শহীদের স্মরণ করে বলেন, জাতির পিতার স্বপ্ন ছিল এদেশের প্রতিটি মানুষ খাদ্য পাবে, আশ্রয় পাবে, শিক্ষাসহ একটি উন্নত জীবনের অধিকারী হবে। জাতির পিতার সেই স্বপ্নকে বাস্তবে রুপ দিতে তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্নভাবে গৃহহীন ও ভূমিহীন পরিবারকে গৃহ প্রদানের মাধ্যমে পূর্ণবাসন করে আসছেন। যাতে ভবিষ্যতে উন্নত বাংলাদেশের একটি মানুষও গৃহহীন না থাকে। তারই ধারবাহিকতায় তিনি গত ২২শে মার্চ রাজবাড়ী সদর উপজেলায় ৩৫টি, পাংশা উপজেলায় ১২০টি, বালিয়াকান্দি উপজেলায় ১২০টি এবং গোয়ালন্দ উপজেলায় ২টিসহ মোট ২৭৭টি ঘর উপকারভোগীদের মাঝে হস্তান্তরের মাধ্যমে সদর, পাংশা ও বালিয়াকান্দি উপজেলায় একসাথে গৃহ ও ভূমিহীন কোন পরিবার না থাকায় এই তিনটি উপজেলাকে গৃহ ও ভূমিহীন মুক্ত ঘোষনা করেন। আর গোয়ালন্দ উপজেলায় ১৩টি গৃহ ও ভূমিহীন পরিবার অবশিষ্ট ছিল তাদের জন্য ঘর প্রস্তুত করা হয়েছে। যা আগামী ৯ই আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশের ঘর বিতরণ উদ্বোধন করার পর গোয়ালন্দ উপজেলার ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে হস্তান্তরের মধ্য দিয়ে রাজবাড়ী জেলাকে ভূমি ও গৃহহীনমুক্ত জেলা হিসেবে ঘোষনা করা হবে। সেই উপলক্ষ্যে রাজবাড়ী জেলার সকল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মাননীয় প্রধানমন্ত্রীর উক্ত অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, উপকারভোগীসহ সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে। 
  এছাড়াও তিনি তার বক্তব্যে শোকাবহ আগস্ট মাসে রাজবাড়ী জেলা প্রশাসনের সকল অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার আহ্বান জানান। 

 

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ