রাজবাড়ীতে রেলওয়ের অব্যবহৃত লোকোসেডসহ পর্যাপ্ত জায়গা বাদ দিয়ে শহরের ছোট নুরপুরে ৭শত পরিবারের ব্যক্তি মালিকানা বসত ভিটে-বাড়ী উচ্ছেদ করে জমি অধিগ্রহণের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন হয়েছে।
গতকাল ৭ই আগস্ট সকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচীতে ছোট নুরপুর গ্রামের কয়েকশত মানুষ অংশগ্রহণ করে
মানববন্ধনে রাজবাড়ী পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন সম্রাট, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফারজানা আক্তার ডেইজি, সাবেক কমিশনার এএফএম শাহজাহান, দাদশী ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শফিকুল ইসলাম শফি ও সমাজসেবক গোলাম মওলা বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা দেশের উন্নয়ন চাই। কিন্তু আমাদের ক্ষতি করে, ভিটেমাটি থেকে উচ্ছেদ করে দেশের উন্নয়ন হোক এটা চাই না। আমরা আমাদের বাপ-দাদার ভিটেমাটি ছাড়তে চাই না। রেল রেলের জায়গায় উন্নয়ন করুক, আমাদের জায়গায় কেন? তারা তাদের জায়গায় যা ইচ্ছা তাই করুক। কিন্তু সেটা না করে তারা আমাদের প্রায় ৭০০ পরিবারকে নোটিশ করেছে। আমাদের জায়গা জমি ছেড়ে দিতে হবে। আমরা অবিলম্বে রেলের এই সিদ্ধান্ত পরিবর্তন করার আহ্বান জানাচ্ছি। এই সিদ্ধান্ত পরিবর্তন না হলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।
রাজবাড়ী পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন সম্রাট বলেন, রাজবাড়ী শহরে রেলের জায়গা পর্যাপ্ত রয়েছে। তারপরও রেল কর্তৃপক্ষ ব্যক্তি মালিকানা জমি দখলের চেষ্টা করছে।
আমাদের মনে হয় একটি কুচক্রী মহল তাদের স্বার্থ হাসিলের জন্য এই প্রচেষ্টা চালাচ্ছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী ও রেল কর্তৃপক্ষকে বলতে চাই তারা সরেজমিনে এসে সঠিক তদন্ত করুক। যাতে এই ৭০০ পরিবার তাদের বাপ-দাদার ভিটেমাটি থেকে উচ্ছেদ না হয়। রেলের যতটুকু জায়গা রয়েছে সেই জায়গার মধ্যেই ওয়ার্কশপ করা সম্ভব।
পরে জেলা প্রশাসক ও পুলিশের কাছে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করেন তারা।
স্মারক লিপিতে উল্লেখ করা হয়, রাজবাড়ী শহরের বিনোদপুরে দীর্ঘদিনের পুরাতন জরাজীর্ণ অকেজো পরিত্যক্ত অবস্থায় একটি রেলওয়ের ওয়ার্কশপ রয়েছে। বর্তমানে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ পুনরায় সেটি চালু, সম্প্রসারণ ও রেলওয়ের কারখানা হিসেবে নতুনভাবে চালু করার উদ্যোগ গ্রহণ করেছে। সেখানে রেলওয়ের প্রায় ২৫০ একর জমি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।
এলাকাবাসীর দাবী, লোকোসেডটিতে ওয়ার্কশপ পুনরায় চালু, সম্প্রসারণ ও রেলওয়ের কারখানা চালু করার জন্য পর্যাপ্ত পরিমাণ রেলওয়ের নিজস্ব জায়গা থাকা সত্ত্বেও সেটি বাদ রেখে ছোট নুরপুর গ্রামের প্রায় ৭শত পরিবারের জমি অধিগ্রহণ করার লক্ষ্যে ভূমি জরিপসহ বিভিন্ন কার্যক্রম শুরু করেছে। যার কারণে এলাকাবাসী উদ্বেগের মধ্যে দিন অতিবাহিত করছে। অথচ লোকোসেডের পুর্বপাশে রেলওয়ের প্রায় ২৫০একর পরিত্যক্ত জায়গা রয়েছে। তাদের ধারণা লোকোসেডে ওয়ার্কশপটি পুনরায় চালু, সম্প্রসারণ ও রেলওয়ে কারখানা চালু করার জন্য এই ২৫০ একর জমিই যথেষ্ট। ব্যক্তি মালিকানা জমি অধিগ্রহণ না করে রেলওয়ের নিজস্ব জায়গায় ওয়ার্কশপ চালু করার দাবী জানান তারা।
উল্লেখ্য, রেলওয়ের শহর হিসেবে পরিচিত রাজবাড়ী জেলা। পদ্মা সেতুর সুবাদে রাজবাড়ী থেকে ভাঙা হয়ে রাজধানী ঢাকার সাথে রেল যোগাযোগ হবে দ্রুতগামী। সর্বোচ্চ ২ঘন্টার মধ্যে যাত্রীরা রাজবাড়ী থেকে ঢাকায় পৌঁছাতে পারবেন। যার কারণে রেলওয়ের উন্নয়নে রাজবাড়ীতে বৃহৎ আকারের ওর্য়াকশপ নির্মাণ করা হবে। দেশে এই মুহুর্তে চারটি রেলওয়ে ডিভিশন আছে। রাজবাড়ী হবে পঞ্চম রেলওয়ে ডিভিশন। এই ওয়ার্কশপ নির্মাণকে কেন্দ্র করে ভূমি অধিগ্রহণের জন্য রাজবাড়ী পৌরসভার ২নং ওয়ার্ড ও দাদশী ইউনিয়নের ২নং ওয়ার্ডের ছোট নূরপুরে সীমানা নির্ধারণ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।