প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ২২ হাজার ১০১টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে গতকাল ৯ই আগস্ট সকালে পাংশা উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পাংশা উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কর্মসূচির আয়োজন করে।
গতকাল বুধবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে বিনামূল্যে সেমিপাকা ঘরসহ ২শতাংশ জমি হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পাংশা উপজেলায় উক্ত উদ্বোধন অনুষ্ঠানের বিষয়ে আলোচনা সভা এবং প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাসের সঞ্চালনায় আলোচনা সভায় পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, পাংশার এসিল্যান্ড মোঃ মাসুদুর রহমান রুবেল, পাংশা পৌরসভার মেয়র মোঃ ওয়াজেদ আলী, পাংশা থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমান, পাংশা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওহাব মন্ডল, পাংশা উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ চাঁদ আলী খান, পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, সরিষা ইউপির চেয়ারম্যান আজমল আল বাহার বিশ্বাস ও পাট্টা ইউপির চেয়ারম্যান আব্দুর রব (মোনা বিশ্বাস) প্রমূখ বক্তব্য রাখেন।
পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো, পাংশা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন আহমেদ তিথি, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।