মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)কে নিয়ে কটুক্তির করায় ব্লগার আসাদ নুরকে দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবীতে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সোনাপুর বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
গতকাল ১১ই আগস্ট বাদ জুম্মা সোনাপুর বাজার বনিক সমিতি ও তাওহীদি জনতার আয়োজনে এ কর্মসূচী পালন করা হয়।
বিক্ষোভ সমাবেশে সোনাপুর বাজার জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি শামসুউদ্দিন হাব্বানির সভাপতিত্বে বাজার বনিক সমিতির আহ্বায়ক আব্দুল মান্নান, সোনাপুর বাজার জামে মসজিদের সাধারণ সম্পাদক মোঃ আজিজ ইকবাল, বাজার ব্যবসায়ী মানিক সিকদার, মোঃ আলিনুর, মোঃ ওহিদুল ইসলাম ও মোঃ শাহিন আলম বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, আসাদ নূর আমাদের প্রিয় মহানবীকে মরুর ডাকাত বলে আখ্যায়িত করেছেন। তার এ কথায় মুসলিম উম্মাহ’র হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। ধর্মীয় অনুভূতিতে আঘাতের দায়ে দ্রুত ব্লগার আসাদ নূরকে গ্রেফতার করে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় সারাদেশের মুসলিম একত্রিত হয়ে আসাদ নূরের শাস্তি নিশ্চিত করতে কঠোর আন্দোলনে নামবে।