ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
রাজবাড়ীতে গত ২৪ ঘন্টায় ৩৬জন ডেঙ্গু রোগী সনাক্ত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-০৮-১৩ ১৫:৩৩:৩০

রাজবাড়ী জেলার ডেঙ্গু পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে মোট ৬৭ জন রোগী।

  গতকাল ১৩ই আগস্ট এ তথ্য জানান সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটন।

  জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় জেলায় ৩৬ জন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে। এর মধ্যে সদর হাসপাতালে ২৪জন, পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ৫জন ও গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ৭জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। এনিয়ে বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ৬৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।

  এছাড়াও চলতি বছরের জানুয়ারী মাস থেকে গতকাল ১৩ই আগস্ট পর্যন্ত জেলায় মোট ৬২০ জন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছে ৫৫৩ জন রোগী।

  সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটন বলেন, রাজবাড়ীতে ডেঙ্গু পরিস্থিতি সহনীয় পর্যায়ে আছে। শঙ্কিত হওয়ার মত পরিস্থিতি এখন পযন্ত উদ্ভব হয়নি। ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে। গত জানুয়ারী থেকে গতকাল ১৩ই আগস্ট পর্যন্ত রাজবাড়ীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কোন রোগীর মৃত্যু হয়নি। তবে আমাদের ডেঙ্গু মোকাবেলায় সচেতন থাকতে হবে।

 
রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ