ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
রাজবাড়ীতে “ইতিহাস ও বঙ্গবন্ধু” শীর্ষক মিউজিক ভিডিও প্রদর্শনী
  • রফিকুল ইসলাম
  • ২০২৩-০৮-১৬ ১৫:৫৪:৫৩

রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমীতে গতকাল ১৬ই আগস্ট সন্ধ্যায় গীতাকার ও সুরকার জয়নুল আবেদীন রচিত দেশ বরেণ্য কণ্ঠ শিল্পীদের গাওয়া বঙ্গবন্ধু সম্পর্কিত গান নিয়ে “ইতিহাস ও বঙ্গবন্ধু” শীর্ষক মিউজিক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

  জেলা শিল্পকলা একাডেমী এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করে রাজবাড়ী বঙ্গবন্ধু শিল্পী সংস্থা। 

  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বক্তব্য রাখেন।

  বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সূবর্ণা রানী সাহা, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মোঃ রেজাউল করিম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব বক্তব্য রাখেন।

  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট রাজবাড়ী জেলা শাখার সভাপতি অসীম কুমার পাল ও সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার পার্থ প্রতীম দাস।

  অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গীতাকার ও সুরকার জয়নুল আবেদীন।

 

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ