ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
করোনা আক্রান্তের সংখ্যা ব্রাজিলকে টপকিয়ে বিশ্বে দ্বিতীয় স্থানে ভারত
  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২০-০৯-১৫ ১৪:৫৬:২৮
করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যার দিক থেকে ব্রাজিলকে টপকিয়ে ভারত বিশ্বে দ্বিতীয় স্থানে উঠে এসেছে -মাতৃকণ্ঠ।

করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যার দিক থেকে ব্রাজিলকে টপকিয়ে ভারত গত সোমবার বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ স্থানে উঠে এসেছে। এক্ষেত্রে বর্তমানে প্রথম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। এএফপি’র সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়।
  ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান থেকে জানা যায়, মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে ভারতে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা ৪২ লাখ ছাড়িয়ে গেছে। এক্ষেত্রে ব্রাজিলের আক্রান্তের সংখ্যা ৪১ লাখ ২০ হাজার। এদিক থেকে বর্তমানে বিশ্বের প্রথম স্থানে থাকা যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৬২ লাখ ৫০ হাজার ছাড়িয়ে গেছে।
  স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেয়া পরিসংখ্যান অনুযায়ী, এ পর্যন্ত ভারতে কোভিড-১৯ এ মৃতের সংখ্যা বেড়ে ৭১ হাজার ৬৪২ জনে দাঁড়িয়েছে। অনেক বিশেষজ্ঞ ভারতে করোনায় আক্রান্ত ও মৃতের সরকারী এ পরিসংখ্যানের ব্যাপারে সন্দেহ প্রকাশ করে বলেছেন, দেশটিতে প্রকৃত আক্রান্ত ও মৃতের সংখ্যা এর চেয়ে অনেক বেশি হতে পারে।
করোনাভাইরাসে এ পর্যন্ত ব্রাজিলে ১ লাখ ২৬ হাজার ২০৩ জন এবং যুক্তরাষ্ট্রে ১ লাখ ৮৮ হাজার ৬৪২ জন প্রাণ হারিয়েছে।

ঢাকা-বেইজিং সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করার সিদ্ধান্ত
এশিয়াকে শক্তিশালী প্রযুক্তি ইকোসিস্টেম গড়ে তুলতে হবে: প্রধান উপদেষ্টা
৪৩টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা ট্রাম্পের
সর্বশেষ সংবাদ