ঢাকা রবিবার, মে ৫, ২০২৪
বসন্তপুরে শাহিন ফকিরের ডিলার পয়েন্টে খাদ্যবান্ধব কর্মসূচীর চাল বিতরণ উদ্বোধন
  • আশিকুর রহমান
  • ২০২৩-০৮-১৭ ১৬:০৪:২৪

রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর স্টেশন বাজারে শাহিন ফকির শাফিনের ডিলার পয়েন্টে খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় ৬৩৫ জন উপকারভোগীর মাঝে ১৫ টাকা কেজি দরে ৬০ কেজি করে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

  গতকাল ১৭ই আগস্ট সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন বসন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন খাদ্যবান্ধব কমিটির সভাপতি মোঃ জাকির হোসেন সরদার।

  এ সময় ট্যাগ অফিসার ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ আব্দুল গফুর, ডিলার শাহিন ফকির শাফিন, বসন্তপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শাহাবুদ্দিন মিয়া সেলিম, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শহিদুল ইসলাম ব্যাপারী, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জাহিদ সেক ও ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য উজ্জল সরকার উপস্থিত ছিলেন।

  উল্লেখ্য, সরকারীভাবে গুদামে খাদ্যশস্য ধারণ ক্ষমতা ২১ লাখ মেট্রিক টন। বর্তমানে সরকারের খাদ্য গুদামে প্রায় ২১ লাখ মেট্রিক টন খাদ্যশস্য মজুত আছে। এ কারণে গুদাম খালি করার জন্য খাদ্যবান্ধব কর্মসূচীর উপকারভোগীদের প্রত্যেককে সেপ্টেম্বর ও অক্টোবর মাসের ৬০ কেজি করে চাল এই মাসে অগ্রীম দেয়া হচ্ছে। 

 

পাংশা উপজেলায় ভোট ৮ই মে॥চলছে জমজমাট প্রচারণা॥আলোচনায় চেয়ারম্যান প্রার্থী বুড়ো-ওদুদ
বালিয়াকান্দির নতুনচরে বাল্যবিয়ে পন্ড বরের জরিমানা॥কনের পিতা কারাগারে
কালুখালী উপজেলা পরিষদের নির্বাচনে উত্তাপ নেই॥চেয়ারম্যান প্রার্থী টিটো চৌধুরী সুবিধাজনক অবস্থানে
সর্বশেষ সংবাদ