ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
কালুখালীতে স্বল্পমূল্যে বিভিন্ন খাদ্যশস্য বিতরণ কেন্দ্র পরিদর্শনে খাদ্য নিয়ন্ত্রক
  • ফজলুল হক
  • ২০২৩-০৮-১৯ ১৪:৪৭:২৬

 রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় হতদরিদ্রদের জন্য স্বল্পমূল্যে বিভিন্ন খাদ্য শস্য বিতরণের বিক্রয় কেন্দ্র গতকাল ১৯শে আগস্ট দুপুরে পরিদর্শন করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ তারিকুল ইসলাম সবুজ। 

  শুরুতেই তিনি উপজেলার মৃগী ইউনিয়নের বড় কলকলিয়া বাজারে ডিলার মোঃ আলিউজ্জামান চৌধুরী আলম ও একই বাজারে ডিলার মোঃ মিজানুর রহমান মিজানের বিক্রয় কেন্দ্র পরিদর্শন করেন। 

  পরিদর্শনকালে ট্যাগ অফিসার স্বাস্থ্য সহকারী মোঃ সাইফুল ইসলাম ও স্বাস্থ্য সহকারী মল্লিকা বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হাসেম ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  এছাড়াও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ তারিকুল ইসলাম সবুজ মাঝবাড়ী ইউপির শমসের মার্কেটের ডিলার আকবরের বিক্রয় কেন্দ্র ও বোয়ালিয়া ইউনিয়নের আঃ বারেক জোয়ার্দারের বিক্রয় কেন্দ্র পরিদর্শন করেন।

  উল্লেখ্য, খাদ্য অধিদপ্তরের নির্দেশ অনুযায়ী সেপ্টেম্বর ও অক্টোবর ২ মাসের চাউল প্রতি কেজি ১৫ টাকা দর হিসাবে এক সাথে ৬০ কেজি ৯০০ টাকায় প্রত্যেক কার্ডধারীদের মাঝে বিতরণ করা হয়। সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত নিয়ম শৃঙ্খলার সাথে এ চাউল বিতরণ করা হয়। পরিদর্শনকালে খাদ্য কর্মকর্তা কোন অনিয়ম বা মাপে কম না দেওয়ার জন্য সকল ডিলারদের নির্দেশনা প্রদান করেন।

 

রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
সর্বশেষ সংবাদ