ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
রাজবাড়ীতে প্রয়াত যুবলীগ নেতা আলী হোসেন পনির প্রথম মৃত্যু বার্ষিকীতে স্মরণ সভা অনুষ্ঠিত
  • রফিকুল ইসলাম
  • ২০২৩-০৮-১৯ ১৪:৫৪:৫৫

 রাজবাড়ী জেলা যুবলীগের সাবেক সভাপতি আলী হোসেন পনির প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে গতকাল ১৯শে আগস্ট বিকালে পৌরসভার মিলনায়তনে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

  আলী হোসেন পনি স্মৃতি সংসদের আয়োজনে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বক্তব্য রাখেন। 

  আলী হোসেন পনির স্মৃতি সংসদের সভাপতি লিটন চক্রবর্তীর সভাপতিত্বে স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আকবর আলী মর্জি, বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, হেদায়েত আলী সোহরাব, মহম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, বীর মুক্তিযোদ্ধা মহসিন উদ্দিন বতু, পৌর মেয়র মোঃ আলমগীর শেখ তিতু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইমদাদুল হক বিশ্বাস,  সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমজান আলী খান ও জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি রকিবুল ইসলাম পিন্টু বক্তব্য দেন।

  অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল। স্মরণ সভায় আলী হোসেন পনির সহধর্মিনী রাজবাড়ী টাউন মক্তব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জুন কক্স ও তার ছেলে সাদমান সাকিব রুদ্র ও আলী হোসেন পনি স্মৃতি সংসদের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

  অনুষ্ঠানে আলী হোসেন পনির দীর্ঘ রাজনৈতিক জীবন নিয়ে স্মৃতি চারণ করা হয়। 

  এছাড়াও আলী হোসেন পনি স্মৃতি সংসদের পক্ষ থেকে রাজবাড়ী শহরের বড়পুল মোড়কে আলী হোসেন পানি চত্ত্বর নাম রাখার জন্য আহবান জানানো হয়।

  উল্লেখ্য, রাজবাড়ী জেলা যুবলীগের সাবেক সভাপতি আলী হোসেন পনি(৫৮) ২০২২ সালের ১৮ই আগস্ট রাত ৯টায় রাজধানী ঢাকার বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

 

 

 

 

 

 

 

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ