রাজবাড়ী জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
জেলার উন্নয়ন কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়নের মাধ্যমে সকল বিভাগকে টিম রাজবাড়ী হয়ে কাজ করতে হবে
-------------------------------------জেলা প্রশাসক আবু কায়সার খান
॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২০শে আগস্ট সকালে কলেক্টরেটের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক ও কমিটির সভাপতি আবু কায়সার খানের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সূবর্ণা রানী সাহার সঞ্চালনায় সভায় সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন, জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক আসাদুজ্জামান রিপন, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মোঃ রেজাউল করিম, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সি, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ নওয়াজিদ রহমান বিশ^াস, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আবদুল্লাহ আল আমিন, এলজিইডি’র সিনিয়র সহকারী প্রকৌশলী একেএম রফিকুল ইসলাম ও জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবায়েত মোঃ ফেরদৌস প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় কমিটির সদস্য ও জেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভার সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, রাজবাড়ী জেলার সার্বিক উন্নয়ন ধারা সঠিক ও সুন্দরভাবে অব্যাহত রাখার মাধ্যমে জেলার জনগণ যাতে সকল সুবিধা এবং সকল বিভাগের সমন্বয় সাধন করা যায় সেই জন্য প্রতি মাসে এই সভা করা হয়। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে রাজবাড়ী জেলার ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই ডেঙ্গু রোগীর সংখ্যা কমাতে ও ডেঙ্গু পরিস্থিতি উন্নয়ন করা স্বাস্থ্য বিভাগের একার পক্ষে সম্ভব নয়। সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ও সাধারণ জণগনের মধ্যে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আমাদের এই ডেঙ্গু পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে। আগামী কয়েক মাসের মধ্যেই দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে সকল প্রস্তুতি গ্রহণ শুরু করা হয়েছে। এক্ষেত্রে রাজবাড়ী জেলায় সুন্দরভাবে নির্বাচন করার লক্ষে আমাদের সকল বিভাগকে একসাথে কাজ করতে হবে। এসডিজি লক্ষ্যকে বাস্তবায়নের লক্ষ্যে রাজবাড়ী জেলার সকল উন্নয়ন কর্মকান্ড করাসহ জেলার কৃষি উৎপাদন বাড়াতে হবে। যাতে আমরা জেলার চাহিদা পুরণ করে উদ্বৃত্ত খাদ্য শষ্য অন্য জেলাকে দিতে পারি। জেলার সকল সরকারী বিভাগকে জেলার উন্নয়ন সঠিকভাবে বাস্তবায়নে সকলকে টিম রাজবাড়ী হয়ে কাজ করতে হবে। আর এর মাধ্যমেই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
এছাড়াও আলোচনা সভায় জেলার বিভিন্ন সরকারী বিভাগের কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।