ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
রাজবাড়ীতে আরো ১৬ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত॥মোট আক্রান্ত-২৯৩৪
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-০৯-১৫ ১৫:০০:২২
রাজবাড়ী জেলায় আরো ১৬জনের দেহে করোনা শনাক্ত হয়েছে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলায় একদিনে আরও ১৬জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৯৩৪ জনে।  
  রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটন জানান, গতকাল ১৩ই সেপ্টেম্বর জেলার আরও ১০০ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট এসে পৌঁছেছে। তাদের মধ্যে ১৬ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। গত ১২ই সেপ্টেম্বর নমুনাগুলো পরীক্ষার জন্য প্রেরণ করা হয়।  
  রাজবাড়ী সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গতকাল ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত জেলার মোট আক্রান্ত ২ হাজার ৯৩৪ জনের মধ্যে ১ হাজার ৫৭৫ জন রাজবাড়ী সদর, ৬১১ জন পাংশা, ২১১ জন কালুখালী, ২৯৯ জন বালিয়াকান্দি ও ২৩৮ জন গোয়ালন্দ উপজেলার। অপরদিকে, মৃত্যুবরণকারী ২৪জনের মধ্যে ১৩জন রাজবাড়ী সদর, ৫জন পাংশা, ৩জন কালুখালী, ২জন বালিয়াকান্দি ও ১জন গোয়ালন্দ উপজেলার। 
  এছাড়া বর্তমানে ১৯ জন হাসপাতালে ভর্তি এবং ৪৬২ জন হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। হোম আইসোলেশনে থাকাদের মধ্যে ২০৮ জন রাজবাড়ী সদর, ৫০ জন পাংশা, ৫২ জন কালুখালী, ৮০ জন বালিয়াকান্দি ও ৭২ জন গোয়ালন্দ উপজেলার। 

পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
সর্বশেষ সংবাদ