রাজবাড়ী জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী পর্ষদের জরুরী সভা গতকাল ২১শে আগস্ট সন্ধ্যায় জেলা রেড ক্রিসেন্ট প্লাজায় অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও রেড ক্রিসেন্ট রাজবাড়ী ইউনিটের চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ।
সভায় কার্যনির্বাহী পর্ষদের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মহসিন উদ্দিন বতু, সদস্য মঞ্জুরুল আলম, শেফালী খাতুন, নজরুল ইসলাম, এজাজ আহম্মেদ, শাকিল সরদার, এডভোকেট স্বপন সোম, এডভোকেট মোস্তফা কবীর, এডভোকেট রেখা খান, ইউনিট লেভেল অফিসার নাজির শিকদার ও ভারপ্রাপ্ত যুব প্রধান তামিম খান উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন রেডক্রিসেন্ট রাজবাড়ী ইউনিটের সেক্রেটারী শামীমা আক্তার মুনমুন।
গুরুত্বপূর্ণ এই সভায় শোকাবহ আগস্টে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের নিহত সকল শহীদ, শহীদ জাতীয় চার নেতা ও একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকলের পবিত্র স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করা হয়।
আলোচনা সভায় ত্রি-বার্ষিক সভা ও আসন্ন ২০২৪-২০২৬ মেয়াদী কার্যকরী পর্ষদ পুনর্গঠন ও নির্বাচনের জন্য ৩সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। এতে সাবেক জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমানকে নির্বাচন কমিটির আহ্বায়ক ও সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আতাহার আলী খানকে সদস্য সচিব এবং অধ্যাপক এবিএম আলমগীর হোসেন মিয়াকে সদস্য করা হয়েছে।
সভায় নির্বাচন কমিশন গঠন, বিধি অনুযায়ী বিজ্ঞাপন প্রচার, সদস্য ফরম বিক্রয় এবং সদস্য অন্তর্ভুক্ত করণের বিষয়ে যাবতীয় সর্ব সিদ্ধান্ত সম্মতক্রমে গৃহীত হয়।