ঢাকা বুধবার, মে ১৫, ২০২৪
রাজবাড়ী জেলা পরিষদের ১টি ও ৩টি ইউনিয়ন পরিষদের ৪টি ওয়ার্ড সদস্য পদের উপ-নির্বাচন আগামী ২০ অক্টোবর
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-০৯-১৫ ১৫:০১:৪৯
রাজবাড়ী জেলা পরিষদের ১টিও ৩টি ইউনিয়ন পরিষদের শূন্য হওয়া ৪টি সাধারণ ওয়ার্ডের সদস্য পদের উপ-নির্বাচন আগামী ২০শে অক্টোবর অনুষ্ঠিত হবে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলা পরিষদের ১টি ও ৩টি ইউনিয়ন পরিষদের শূন্য হওয়া ৪টি সাধারণ ওয়ার্ডের সদস্য পদের উপ-নির্বাচন আগামী ২০শে অক্টোবর অনুষ্ঠিত হবে। 
  গত ১৪ই সেপ্টেম্বর নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব মোঃ আতিয়ার রহমানের স্বাক্ষরিত পৃথক ২টি পত্র সূত্রে এ তথ্য জানা গেছে। 
  ওয়ার্ডগুলো হলো- রাজবাড়ী জেলা পরিষদের ২নং ওয়ার্ড, সদর উপজেলার খানখানাপুর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড, বসন্তপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড ও গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড। 
  এ ব্যাপারে গতকাল ১৫ই সেপ্টেম্বর রাজবাড়ী জেলা নির্বাচন অফিসার মোহাম্মাদ হাবিবুর রহমান কর্তৃক স্বাক্ষরিত বিজ্ঞপ্তি প্রকাশ ও প্রজ্ঞাপন জারী করা হয়েছে। 
  জেলা পরিষদ ঃ জেলা পরিষদের সদস্য পদের উপ-নির্বাচনের বিজ্ঞপ্তি অনুযায়ী, জেলা নির্বাচন অফিসার উক্ত নির্বাচনের রিটার্নিং অফিসার হিসেবে এবং সদর উপজেলা নির্বাচন অফিসার সহকারী রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন। আগামী ২৩শে সেপ্টেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। ২৬শে সেপ্টেম্বর রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাই এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৩রা অক্টোবর। 
  ইউনিয়ন পরিষদ ঃ অপরদিকে ইউনিয়ন পরিষদগুলোর সদস্য পদের উপ-নির্বাচনের প্রজ্ঞাপন অনুযায়ী রাজবাড়ী সদর উপজেলা নির্বাচন অফিসার স্বপন কুমার সাহা এবং গোয়ালন্দ উপজেলা নির্বাচন অফিসার নিজাম উদ্দীন আহমেদ উক্ত নির্বাচনের রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন। আগামী ২৩শে সেপ্টেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। ২৬শে সেপ্টেম্বর রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাই এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৩রা অক্টোবর। 

রাজবাড়ী-১ আসনে অনলাইনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিলেন এস এম নওয়াব আলী
সংসদ নির্বাচনের তফসিল বিষয়ে ইসির ব্রিফিং আজ
রাজবাড়ী জেলা পরিষদের নির্বাচন আগামীকাল॥প্রতিদ্বন্দ্বিতায় ২৮ জন প্রার্থী
সর্বশেষ সংবাদ