সারাদেশে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। হাসপাতালে গুলোতে ভর্তি হচ্ছে এসব ডেঙ্গু রোগী। ডেঙ্গু রোগীদের বেশি বেশি ডাব খাওয়ার পরমার্শ দিচ্ছেন চিকিৎসকরা।
যে কারণে ডেঙ্গু রোগীদের সাথে পাল্লা দিয়ে রাজবাড়ীতেও বাড়ছে প্রাকৃতিক পানীয় ডাবের দাম। রাজবাড়ী সদর হাসপাতাল, বড়পুল পান্না চত্ত্বরের বিভিন্ন এলাকা ঘুরে ডাব বিক্রেতাদের সাথে কথা বলে ডাবের দাম বাড়ার তথ্য জানা যায়। তারা জানান আগে যেখানে ছোট ডাবের দাম প্রতিটি ছিল ৫০ টাকা। এখন সেখানে তার দাম হয়েছে ৮০ টাকা। আর মাঝারী ডাব যেখানে ছিল ১০০ টাকা সেখানে তার দাম বেড়ে হয়েছে ১৩০টাকা। এছাড়াও বড় ডাব ১৫০ টাকা থেকে বেড়ে ২০০ টাকার কাছাকাছি বিক্রি হচ্ছে।
সরেজমিনে রাজবাড়ী শহরের বড়পুল এলাকায় ডাব বিক্রেতাদের কাছ থেকে ক্রেতাদের ডাব কেনার ভিড়ের চিত্র চোখে পড়ে।
ডাব কিনতে আসা ক্রেতা শফিক রহমান বলেন, রোগের কারনে ডাক্তার আমাকে প্রতিদিনই একটি করে ডাব খেতে বলেছে। তাই ডাব কেনার জন্য এসেছি। তবে আগের থেকে ডাবের দাম এখন অনেকটাই বেশি। কারণ ডেঙ্গুরোগীরা ডাবটা বেশি খাচ্ছে।
বড়পুল এলাকার ডাব বিক্রেতা সিরাজুল ইসলাম বলেন, ডেঙ্গুরোগ আসার কারনে ডেঙ্গুরোগীদের কাছে ডাবের চাহিদা অনেকটাই বেড়েছে। আমাদের ডাব বেশি দাম দিয়ে কিনতে হয়, তাই একটু বেশি দামে বিক্রি করি। সকালে ১০০টি ডাব কিনলেও এ পর্যন্ত ৫০টির মতো বিক্রি হয়েছে।
অপর ক্রেতা বুলবুল আহম্মেদ বলেন, ডাবের চাহিদা বেড়েছে মুলত ডেঙ্গরোগ ও ভ্যাপসা গরমের কারণে। গ্রামে এখন আর তেমন ডাব না থাকায় দামটা একটু বেশি দিয়ে বিক্রেতারা কিনছেন। তারা বেশি দামে কিনে বেশিতে বিক্রি করছেন।
অপর ডাব বিক্রেতা মনজু সেখ বলেন, গ্রামের গাছগুলোতে ডাব এখন অনেকটাই কমে গেছে। যে পরিমাণ ডাব গাছে আগে ধরতো এখন আর তেমন ধরে না। যার কারণে আগের চেয়ে বেশি দামে ডাব কিনতে হয়। ফলে আমাদেরও একটু লাভ রেখে বেশিতে বিক্রি করতে হচ্ছে।