ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
গৃহবধু মিনু হত্যাকান্ড : র‍্যাব-পুলিশের পৃথক অভিযানে স্বামী ও শাশুড়ী গ্রেপ্তার
  • আশিকুর রহমান/মীর সামসুজ্জামান
  • ২০২৩-০৮-২২ ১৪:৩৮:২৭

 র‌্যাব ও পুলিশের পৃথক অভিযানে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের গৃহবধু মিনু বেগম(২৭) হত্যার সাথে জড়িত প্রধান আসামী ঘাতক স্বামী উজ্জল শেখ(৩৫) ও ৩নম্বর আসামী শাশুড়ী জহুরা বেগম (৪৭)কে গ্রেফতার হয়েছে।

  এ বিষয়ে গতকাল ২২শে আগস্ট বেলা ১১টায় র‌্যাব-১০ সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পে এবং রাজবাড়ীর পুলিশ সুপারের কার্যালয়ে পৃথক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

  মরদেহ উদ্ধারের হত্যাকান্ডের ৪৮ ঘন্টার মধ্যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় গত ২১শে আগস্ট রাত পৌনে ৮টার দিকে ফরিদপুর শহরের রাজবাড়ী রাস্তার মোড় এলাকা থেকে মামলার প্রধান আসামী উজ্জল শেখকে গ্রেফতার করে র‌্যাব-১০। 

  অপরদিকে, মামলার তিন নম্বর আসামী জহুরা বেগমকে গ্রেফতার করে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার পুলিশ।

  গতকাল ২২শে আগস্ট সকালে সংবাদ সম্মেলনে র‌্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার জানান, ১২বছর আগে আপন চাচা ছাত্তার শেখের মেয়ে মিনু বেগমকে বিয়ে করেন উজ্জল শেখ। তবে এ দম্পতির কোনো সন্তান না হওয়ায় তিন বছর আগে আরেকটি বিয়ে করেন উজ্জল। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। মিনুকে মারধরও করতেন স্বামী। এসব বিষয় নিয়ে পারিবারিক কলহের জেরে গত ৫ই আগস্ট ভোরে স্ত্রী মিনু বেগমকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ টয়লেটের ট্যাংকির ভেতর ফেলে দেয় উজ্জল। এ কাজে উজ্জলকে সহযোগিতা করেন তার বাবা কুদ্দুস শেখ ও মা জহুরা বেগম। এরপর মিনু অন্য কারো সঙ্গে পালিয়ে গেছে বলে অপবাদ দিয়ে আসছিল উজ্জল।

  এদিকে, বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে মিনুকে না পেয়ে উজ্জল ও তার বাবা-মায়ের বিরুদ্ধে গত ৮ই আগস্ট বালিয়াকান্দি থানায় অভিযোগ করে মিনুর মা। পরে ১৯শে আগস্ট উজ্জলের বাড়ির টয়লেট থেকে গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ টয়লেটের রিং স্লাব তুলে ট্যাংকির ভেতর থেকে মিনুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। এ ঘটনা জানাজানির পর মিনুর স্বামী উজ্জল ও তার পরিবারের সদস্যরা পালিয়ে যায়।

  এ ঘটনায় ওই দিনই মিনুর মা সোনা বানু বাদী হয়ে উজ্জল ও তার বাবা-মাসহ অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় মামলা করেন।

  লাশ উদ্ধারের ৪৮ ঘন্টার মধ্যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় গত সোমবার রাত পৌনে ৮টার দিকে ফরিদপুর শহরের রাজবাড়ী রাস্তার মোড় এলাকা থেকে মামলার প্রধান আসামী উজ্জল শেখকে গ্রেফতার করে র‌্যাব।

  অপরদিকে মামলার তিন নম্বর আসামী জহুরা বেগমকে গ্রেফতার করে রাজবাড়ীর বালিয়াকান্দি থানার পুলিশ।

  রাজবাড়ীর পুলিশ সুপারের কার্যালয়ে এ বিষয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ সাংবাদিকদের ব্রিফ করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মোঃ রেজাউল করিম, সিনিয়র সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, ডিআইও-১ বিপ্লব দত্ত চৌধুরী, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।

  উল্লেখ্য, মামলার অপর আসামী মিনুর শ্বশুর কুদ্দুস শেখ এখনো পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের জন্য পুলিশ তৎপর রয়েছে বলে জানা গেছে। 

 
পাংশা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ শুরু
রাজবাড়ীতে চার দফা দাবীতে কলেজ শিক্ষকদের মানববন্ধন
কালুখালীতে কৃষক কদম হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন
সর্বশেষ সংবাদ