রাজবাড়ী জেলার কালুখালীতে উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২২শে আগস্ট দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে জাতীয় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিলের নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
কালুখালী উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ সজীবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম, বিশেষ অতিথি হিসেবে কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, কালুখালী থানার অফিসার ইনচার্জ প্রাণবন্ধু বিশ্বাস ও অন্যান্যর মধ্যে জেলা পরিষদের সদস্য গোবিন্দ কুন্ডু, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসিনা পারভীন ও কালুখালী উপজেলা পরিষেদর সংরক্ষিত মহিলা সদস্য ডলি পারভীন প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ৫২জন দরিদ্র অসহায় পুরুষ ও মহিলাদের মধ্যে ১লক্ষ ২৭হাজার টাকার নগদ অর্থ বিতরণ করা হয়।