ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
রাজবাড়ী পৌরসভার উদ্যোগে চলছে মশক নিধন কর্মসূচী
  • মীর সামসুজ্জামান
  • ২০২৩-০৮-২২ ১৪:৫৯:৪০

 ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা নিধনে রাজবাড়ী পৌরসভার উদ্যোগে চলছে মশক নিধন কর্মসূচী। প্রতিদিন পৌরসভার বিভিন্ন এলাকা এলাকায় গিয়ে মশা নিধনে ঔষুধ স্প্রে করছে কর্মীরা।

  গতকাল ২২শে আগস্ট পৌরসভার ৫নং ওয়ার্ডের কাজীকান্দা, আনসার ক্যাম্প, বিদ্যুৎ অফিস, সারের গোডাউনসহ হাসপাতাল এলাকায় মশক নিধনে স্প্রে করা হয়।

  সরেজমিন দেখা যায়, পৌরসভা থেকে তিনটি গ্রুপ তিনটি ফগার মেশিন দিয়ে ৫ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় আলাদা আলাদাভাবে ঔষুধ স্প্রে করছে। প্রত্যেকটি দলে ৩ জন করে লোক রয়েছে।

  রাজবাড়ী পৌরসভার কনজারভেন্সি সুপারভাইজার ওহিদুজ্জামান সুমন বলেন, আমরা তিনটি ফগার মেশিন দিয়ে আজকে ৫নং ওয়ার্ডের কাজীকান্দা, আনসার ক্যাম্প, বিদ্যুৎ অফিস,সারের গোডাউনসহ হাসপাতালের পিছনের এলাকায় ঔষুধ স্প্রে করছি। এই সব এলাকার প্রত্যকটি অলিগলিতে ঔষুধ স্প্রে করা হয়েছে। আমাদের পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডে ঔষুধ স্প্রে করা হয়ে গেছে। একটি ওয়ার্ড শেষ হলে আবার আরেকটি ওয়ার্ডে ঔষুধ স্প্রে করা হচ্ছে। এভাবে পর্যায়ক্রমে চলতে থাকবে। এডিস মশা নিধনে আমাদের ঔষুধ স্প্রে অব্যাহত থাকবে।

  এ বিষয়ে পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু বলেন, ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা নিধনে ঔষুধ স্প্রে কার্যক্রম চলমান রয়েছে। ফগার মেশিনের সাহায্যে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে ঔষুধ ছিটানোর কার্যক্রম চলবে।

  তিনি আরও বলেন, এডিস মশা নিয়ন্ত্রনে রাখার জন্য যার যার বাড়ীর আঙিনা পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং যেখানে পানি জমে সেই জায়গাটা পরিস্কার রাখতে হবে যাতে এডিস মশার উৎপত্তি না হয়। সর্বপরি নিজেদের সচেতন থাকতে হবে।

 
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ