ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
গোয়ালন্দ পৌরসভা মেয়রের শাস্তির দাবীতে সাংবাদিকদের মানববন্ধন॥স্মারকলিপি পেশ
  • মীর সামসুজ্জামান
  • ২০২৩-০৮-২৩ ১৫:২৭:৩৫

 জাতির জনক শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জুতা পায়ে দিয়ে হাসি মুখে পুষ্পমাল্য অর্পণ করার সংবাদ প্রকাশের জেরে দৈনিক সমকাল ও বৈশাখী টেলিভিশনের গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি আজু শিকদারকে মোবাইল ফোনে অশ্লীল ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ এবং রাজবাড়ীর সাংবাদিকদের পরিবার সম্পর্কে আপত্তিকর উক্তির প্রতিবাদে মানববন্ধন পূর্বক জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে সাংবাদিকরা।

  গতকাল ২৩শে আগস্ট বেলা সোয়া ১১টার দিকে রাজবাড়ী জেলায় কর্মরত সাংবাদিকদের ব্যানারে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে এ কর্মসূচী পালন করে তারা। মানববন্ধনে জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

  রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এডঃ খান মোঃ জহুরুল হকের সভাপতিত্বে মানববন্ধনে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, রাজবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক নয়া শতাব্দী পত্রিকার জেলা প্রতিনিধি আবু মুসা বিশ্বাস, প্রেসক্লাবের সহ-সভাপতি মোশাররফ হোসেন, সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, জেলা প্রেসক্লাবের সভাপতি ও সময় টিভির প্রতিনিধি করিম ইসহাক, রাজবাড়ী রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও এটিএন বাংলার প্রতিনিধি লিটন চক্রবর্তী, সাধারণ সম্পাদক ও প্রথম আলোর রাজবাড়ী প্রতিনিধি এজাজ আহমেদ, রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটের সহ-সভাপতি ও ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি দেবাশীষ বিশ্বাস, রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সহ-সম্পাদক ও সময় টিভির জেলা প্রতিনিধি আশিকুর রহমান, দৈনিক সমকালের জেলা প্রতিনিধি সৌমিত্র শীল চন্দন, দৈনিক সমকালের গোয়ালন্দ প্রতিনিধি ও বৈশাখী টিভির জেলা প্রতিনিধি আজু শিকদার, দৈনিক আমাদের সময়ের জেলা প্রতিনিধি সোহেল রানা, একাত্তর টিভির জেলা প্রতিনিধি মেহেদী হাসান, যমুনা টিভির জেলা প্রতিনিধি রুবেলুর রহমান, চ্যানেল টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি সুমন বিশ্বাস, দৈনিক কালের কণ্ঠের গোয়ালন্দ প্রতিনিধি গণেশ পাল, আমার সংবাদের জেলা প্রতিনিধি কাজী আনোয়ারুল ইসলাম টুটুল, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি খন্দকার রবিউল ইসলাম, তৃতীয় মাত্রার জেলা প্রতিনিধি শেখ রনজু আহম্মেদ, রাজবাড়ী সদর উপজেলা কৃষক লীগের সভাপতি ও সাংবাদিক আল মামুন আরজু, সাংবাদিক কবির হোসেন, গোয়ালন্দ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আক্তার, বালিয়াকান্দি রিপোর্টার্স ক্লাবের সভাপতি সনজিৎ কুমার দাস, বালিয়াকান্দি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুজ্জামান লিটন, কালুখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ও পাংশা প্রেসক্লাবের সহ-সভাপতি শামীম হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

  মানববন্ধন শেষে গোয়ালন্দ পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডলের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবীতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

  এ সময় জেলা প্রশাসক আবু কায়সার খান ও পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ যথাযথভাবে ব্যবস্থা গ্রহণের জন্য সাংবাদিকদের আশ্বস্ত করেন।

 
পাংশা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ শুরু
রাজবাড়ীতে চার দফা দাবীতে কলেজ শিক্ষকদের মানববন্ধন
কালুখালীতে কৃষক কদম হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন
সর্বশেষ সংবাদ