ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
রাজধরপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৯জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-০৮-২৪ ১৫:১৫:২২

 রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার রাজধরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি ও এসএসসি ভোকেশনাল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৯জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। 

  গতকাল ২৪শে আগস্ট দুপুরে বিদ্যালয়ের হলরুমে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব গোলাম রহমান মিঞা।

  বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মুহাম্মদ ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের সভাপতি ও প্রাক্তন প্রধান শিক্ষক এম.এ হান্নান, রাজবাড়ী সরকারী কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক কবি ও কথা সাহিত্যিক সালাম তাসির ও সাবেক জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ মিরাজুর রহমান।

  এ সময় বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ ও চার শতাধিক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

  উল্লেখ্য, বিদ্যালয়টি ২০২২ সালে রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ মাধ্যমিক বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়।

 

পাংশা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ শুরু
রাজবাড়ীতে চার দফা দাবীতে কলেজ শিক্ষকদের মানববন্ধন
কালুখালীতে কৃষক কদম হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন
সর্বশেষ সংবাদ