রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার রাজধরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি ও এসএসসি ভোকেশনাল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৯জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গতকাল ২৪শে আগস্ট দুপুরে বিদ্যালয়ের হলরুমে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব গোলাম রহমান মিঞা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মুহাম্মদ ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের সভাপতি ও প্রাক্তন প্রধান শিক্ষক এম.এ হান্নান, রাজবাড়ী সরকারী কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক কবি ও কথা সাহিত্যিক সালাম তাসির ও সাবেক জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ মিরাজুর রহমান।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ ও চার শতাধিক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিদ্যালয়টি ২০২২ সালে রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ মাধ্যমিক বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়।