রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে মাদক, চুরি, ডাকাতি ও দস্যুতা প্রতিরোধে আইন-শৃঙ্খলা বিষয়ক জনসচেতনতামূলক মহড়া প্রদর্শন করেছে থানা পুলিশ।
গতকাল ২৪শে আগস্ট বিকালে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামানের নেতৃত্বে ৩০টি মোটর সাইকেলসহ হুইসেল বাজিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সড়ক প্রদক্ষিণ করে এবং বাজার ও মোড়ে মোড়ে জনসচেনতামূলক বক্তব্য রাখেন।
অফিসার ইনচার্জ আসাদুজ্জামান বলেন, এলাকায় মাদক, চুরি, ডাকাতি, সন্ত্রাস ও দস্যুতার প্রতিরোধে পুলিশ যথেষ্ট সোচ্চার। আপনারা আপনাদের সন্তানদের প্রতি খেয়াল রাখবেন। আপনার সন্তান কোথায় যাচ্ছে, কি করছে, পড়ালেখা করছে কিনা সে দিকে খেয়াল রাখবেন। আপনাদের বাজারে, মহল্লায় অপরিচিত কোন মানুষ ঘোরাফেরা করছে কিনা, সেদিকে খেয়াল রাখবেন। এলাকায় কোন কিছু ঘটলে আমাকে কিংবা বিট অফিসারকে অবগত করবেন। মনে রাখবেন বালিয়াকান্দি থানা পুলিশ অনেক সোচ্চার।