ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক সমিতির প্রয়াত সাধারণ সম্পাদক ও বিশিষ্ট কার্টুনিস্ট এম এ কুদ্দুসের স্মরণ সভা ও বাংলাদেশের অর্থনৈতিক-রাজনৈতিক প্রেক্ষাপটে কার্টুনের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল ২৫শে আগস্ট সকালে জাতীয় প্রেসক্লাবে ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক সমিতি এ আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে পরিকল্পনা মন্ত্রী এম.এ মান্নান বক্তব্য রাখেন।
ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক সমিতির সভাপতি নূরে আলম সিদ্দিকী হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে পানি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব আব্দুল লতিফ মোল্লা, সাংবাদিক ও সমালোচক গোলাম মুর্তজা, জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি কাজী রওনাক হোসেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আকতার হোসেন, সহ-সভাপতি আবুল হাসানাত শাহিন, সহ-সভাপতি মানিক লাল ঘোষ ও প্রয়াত এম.এ কুদ্দুসের সহধর্মিনী তানিয়া সুলতানা বিথি বক্তব্য রাখেন।
আলোচনা সভায় উপস্থাপনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রিমন রহমান।