ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
রাজবাড়ীতে ৪৬টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ
  • আসহাবুল ইয়ামিন রয়েন
  • ২০২৩-০৮-২৯ ১৫:৩৩:৩১

 রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে গতকাল ২৯শে আগস্ট সকালে কালেক্টরেটের সম্মেলন কক্ষে নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে বার্ষিক অনুদানের চেক বিতরণ করা হয়। 

  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনুদান প্রাপ্তদের মাঝে চেক বিতরণ করেন জেলা প্রশাসক আবু কায়সার খান।

  অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সূবর্ণা রানী সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আজমীর হোসেন ও স্বেচ্ছাসেবী বহুমুখী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক শামীমা আক্তার মুনমুন প্রমুখ বক্তব্য রাখেন।

  এ সময় রাজবাড়ী সদর উপজেলার মহিলা বিষয়ক অধিদপ্তরের নিবন্ধিত অনুদান প্রাপ্ত স্বেচ্ছাসেবী মহিলা সমিতির নির্বাহী পরিচালকগণ ও প্রতিনিধিগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

  অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু কায়সার খান শোকের মাস আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধুসহ তার পরিবারের সকল শাহাদত বরণকারীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, দেশকে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করতে হলে সকল ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ করার বিষয়টি নিশ্চিত করতে হবে। কারণ একটি দেশের মোট জনসংখ্যার বড় একটি অংশ নারীরা হয়ে থাকে। আমাদের দেশেও মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। নারী যদি সকল কাজে পুরুষের পাশাপশি অংশগ্রহণ না করে তবে আমরা বঙ্গবন্ধু সোনার বালা ও মাননীয় প্রধান মন্ত্রীর ঘোষনা অনুযায়ী সরকার অর্থনৈতিকভাবে স্বাবলম্বী স্মার্ট বাংলাদেশের যে লক্ষ্য নিয়ে কাজ করছে সেটি বাস্তবায়ন করা কঠিন হবে। আর এই বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী খুব ভালো ভাবে জানেন বলে তিনি ক্ষমতায় আসার পর থেকে নারীদের শিক্ষা, স্বাস্থ্যসহ সকল কাজে নারীর ক্ষমতায়ন মাধ্যমে দেশকে আজ বিশ্বের বুকে উন্নয়নের মডেল হিসেবে পরিনত করতে পেরেছেন। আমি ব্যক্তিগত ভাবে বিশ্বাস করি পুরুষের পাশাপশি নারীকে স্বাবলম্বী করতে হলে তাদেরকে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করতে হবে। কারণ একজন অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী নারী কখন কোন কাজে পিছপা হবে না। তাই সরকার নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে বিভিন্ন ধরনের অনুদান প্রদানসহ তাদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদান ও সকল ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করেছে। আমি আশা করি সরকারের এই উদ্যোগের পাশাপাশি স্বেচ্ছাসেবী মহিলা সংস্থা গুলোও বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণের মাধ্যমে দেশের অগ্রগতিতে গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করবে।

  উল্লেখ্য যে, মহিলা বিষয়ক অধিদপ্তরের ২০২২-২০২৩ অর্থ বছরের আর্থিক অনুদানের আওতায় রাজবাড়ী সদর উপজেলার ৪৬টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে ১২ লক্ষ ৪০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।

 
ব্যাংককে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হতে যাচ্ছে
কালুখালীতে প্রাইভেট কার-মোটর সাইকেলের সংঘর্ষে ১জন নিহত
রাজবাড়ী সদরের হাউলি জয়পুর প্রবাসীর স্ত্রী’কে হত্যা করে টাকা লুটের অভিযোগ
সর্বশেষ সংবাদ