ঢাকা সোমবার, মে ২০, ২০২৪
গুম দিবস উপলক্ষে রাজবাড়ীতে বিএনপি’র কালো পতাকা মিছিল
  • সুজন বিষ্ণু
  • ২০২৩-০৮-৩০ ১৪:৪৬:৩২

আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে মুখে কালো কাপড় বেঁধে ও কালো পতাকা নিয়ে মৌন মিছিল করেছে রাজবাড়ী জেলা বিএনপির একাংশ।

গতকাল ৩০শে আগস্ট বেলা ১টায় জেলা বিএনপির কার্যালয় থেকে এই মিছিল বের হয়ে শহরের ২নং রেলগেইট এলাকা ঘুরে আজাদী ময়দানের আম্রকানন চত্বরে এসে শেষ হয়।

এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলী বাবু। জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ হারুন, সাবেক সিনিয়র যুগ্ম-সম্পাদক আঃ সালাম মিয়া, যুগ্ম-আহ্বায়ক রেজাউল করিম পিন্টু, জেলা কৃষক দলের সদস্য সচিব একেএম সিরাজুল আলম চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান লিখন, জেলা যুবদলের সদস্য সচিব ইঞ্জিঃ আমিনুর রহমান ঝন্টু, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মহব্বত হোসেন খোকন, জেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ আরিফুল ইসলাম নোমান, সাবেক সাধারণ সম্পাদক এম এ খালেদ পাভেল, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক খাইরুল জামান খায়রু ও রাজবাড়ী পৌর যুবদলের আহ্বায়ক শামসুল আলম খান রানাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 
রাজবাড়ী সদর ও বালিয়াকান্দি উপজেলায় চেয়াম্যান পদে লড়াই হবে হাড্ডাহাড্ডি
রাজবাড়ী জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
রাজবাড়ী সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী  এস.এম নওয়াব আলীর পথসভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ