ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
দৌলতদিয়ায় পুলিশের পৃথক অভিযানে মাদক-চাঁদাবাজি মামলায় গ্রেফতার দুই
  • মইনুল হক মৃধা
  • ২০২৩-০৯-০৪ ১৫:১৬:৩২

রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানা পুলিশের পৃথক অভিযানে ৩ গ্রাম হেরোইনসহ ১জন ও চাঁদাবাজি মামলার ১জন আসামীসহ ২জন গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত মাদক বিক্রেতা হলো- ৩ গ্রাম হেরোইনসহ রাজবাড়ী সদর উপজেলার গোপিনাথদিয়া গ্রামের মোঃ আবু বক্কর সিদ্দিক ওরফে কহিল উদ্দিন গায়েনের ছেলে। থানা পুলিশ জানায়, গতকাল সোমবার বিকালে  দৌলতদিয়া পোড়াভিটা এলাকা থেকে হেরোইসহ তাকে গ্রেফতার করা হয়। 

অপরদিকে চাঁদাবাজি মামলার মারুফ কাজী নামে ১জন আসামীকে গ্রেফতার করেছে। মারুফ কাজী উত্তর দৌলতদিয়া পূর্বপাড়ার(যৌনপল্লী) মাদার কাজী ও জুলি বাড়িওয়ালী দম্পতির ছেলে। গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, মাদক বিরোধী অভিযান পরিচালনা করে হেরোইনসহ ১জন ও চাঁদাবাজি মামলার ১জনকে গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়েছে।তিনি আরও বলেন, গ্রেফতারকৃত মারুফ কাজীর বিরুদ্ধে বিভিন্ন ধারায় একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

 
বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ