ঢাকা বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫
গোয়ালন্দ উপজেলায় শিক্ষা উপকরণ মেলা অনুষ্ঠিত
  • মইনুল হক মৃধা
  • ২০২৩-০৯-০৪ ১৫:২১:২৪

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় মাধ্যমিক পর্যায়ে নতুন কারিকুলাম সফল বাস্তবায়নের লক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক বর্ণাঢ্য আয়োজনে শিক্ষা উপকরণ মেলা- ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ৪ঠা সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের সভা কক্ষে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোস্তফা মুন্সী, বিশেষ অতিথি হিসেবে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইকবাল হাসান উপস্থিত ছিলেন। 

  মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, বিষয়ভিত্তিক শিক্ষকগণ এবং ছাত্র-ছাত্রীবৃন্দ তাদের নিজ হাতে বানানো বিভিন্ন শিক্ষা উকরণ সামগ্রী প্রদর্শন করেন।

  মেলায় প্রথম স্থান অধিকার করেছে গোয়ালন্দ প্রপার হাই স্কুল, দ্বিতীয় চৌধুরী মাহবুব হোসেন উচ্চ বালিকা বিদ্যালয় ও তৃতীয় স্থান অধিকার করে দৌলতদিয়া আক্কাছ আলী হাই স্কুল। পরে বিজয়ী স্কুলের মধ্যে ক্রেস্ট বিতরণের মাধ্যমে মেলা সমাপ্ত হয়।

 
পাংশা উপজেলার ৪০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ
গোয়ালন্দ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
চন্দনী টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট স্কুল  এন্ড কলেজের ৬ শিক্ষার্থী পেল এসইডিপি সম্মাননা
সর্বশেষ সংবাদ