ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
গোয়ালন্দে ইমাম বাড়া শরীফের মসজিদের উন্নয়ন কাজে অর্থ দিলেন প্রবাসী হোসাইন
  • মইনুল হক মৃধা
  • ২০২৩-০৯-০৫ ১৫:০৩:০৮

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ইমাম বাড়া শরীফের মসজিদের উন্নয়ন কাজে নগদ অর্থ দিয়ে সহোযোগিতা করেছেন সৌদি প্রবাসী মোহাম্মদ হোসাইন।

গতকাল ৫ই সেপ্টেম্বর বিকালে ইমাম বাড়া শরীফের পরিচালনা কমিটির নেতৃবৃন্দের হাতে মসজিদের কাজের উন্নয়নের জন্য নগদ অর্থ হিসেবে ৫০ হাজার টাকা তুলে দেন তিনি।

এ সময় ইমামবাড়া শরীফের পরিচালনা কমিটির সহ-সভাপতি হিরু চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব হোসেন, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি রাশেদ রায়হান, ইমাম বাড়া শরীফের সদস্য ডাঃ হাবিবুর রহমান ও আবজাল হোসেন বাবুসহ মসজিদ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সৌদি প্রবাসী মোহাম্মদ হোসাইন বলেন, সাধ্যনুযায়ী আমি সমাজে মসজিদ, মাদ্রাসা, স্কুল ও অসহায় দরিদ্র মানুষকে সহযোগিতা করে যাবো, আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করেন।

 

 

রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
সর্বশেষ সংবাদ