ঢাকা বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ৬, ২০২৫
পাংশায় শ্রীকৃষ্ণের ৫২৪৯তম আবির্ভাব তিথি উপলক্ষে জন্মাষ্টমী উদযাপিত
  • মোক্তার হোসেন
  • ২০২৩-০৯-০৬ ১৫:৩৬:৩০

রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় গতকাল ৬ই সেপ্টেম্বর বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি উপলক্ষে জন্মাষ্টমী মহোৎসব-২০২৩ উদযাপিত হয়েছে। 

জানা যায়, গতকাল বুধবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে পাংশা পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বী কয়েক হাজার নারী-পুরুষ ব্যানার-ফেস্টুন ও বাদ্যযন্ত্র সহকারে পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সমবেত হয়।

দুপুর সোয়া ১২টার দিকে অনুষ্ঠানের প্রধান অতিথি রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমসহ অন্যান্য অতিথিরা গার্লস হাই স্কুল মাঠে উপস্থিত হলে সনাতন ধর্মের হাজারো মানুষ আনন্দে উদ্বেলিত হয়।

দুপুর সাড়ে ১২টার সময় বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম শোভাযাত্রার উদ্বোধন করেন। সনাতন ধর্মাবলম্বী কয়েক হাজার মানুষের বিশাল শোভাযাত্রাটি পাংশা শহরের প্রধান সড়ক হয়ে পাংশা আদি মহাশ্মশানে গিয়ে শোভাযাত্রা শেষ হয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পাংশা উপজেলা, পৌর ও ইউনিয়ন শাখা এ কর্মসূচির আয়োজন করে। শোভাযাত্রা শেষে পাংশা আদি মহাশ্মশান নাট মন্দির প্রাঙ্গনে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ভজ গোবিন্দ দে’র সভাপতিত্বে এবং পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন কুমার বিশ্বাসের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বক্তব্য রাখেন।

তিনি জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের বর্ণাঢ্য আয়োজনের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এমপি জিল্লুল হাকিম সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকলে ঐক্যবদ্ধভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা জয়যুক্ত করে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করার গুরুত্বারোপ করেন। একই সাথে রাবণদের যাতে উত্থান না ঘটে তার জন্য তিনি সকলকে সতর্ক থাকার সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের সহধর্মিনী মিসেস সাঈদা হাকিম, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো, পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান গোবিন্দ কুন্ডু, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা অনিল কুমার বিশ্বাস, পাংশা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও রাজবাড়ী জেলা পরিষদের সাবেক সদস্য উত্তম কুমার কুন্ডু প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও সেনগ্রাম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি উত্তম কুমার সাহা(কার্তিক সাহা)।

রাজবাড়ী জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক অরুপ দত্ত হলি, পাংশা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মন্ডল, পাংশা পৌরসভার মেয়র মোঃ ওয়াজেদ আলী মাস্টার, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস ও পাংশা আদি মহাশ্মশান কমিটির সভাপতি সুব্রত কুমার দাস সাগরসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পাংশা আদি মহাশ্মশান কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে বিপুল সংখ্যক ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

 
দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীতে বিএনপির বিক্ষোভ
দৌলতদিয়ায় সুবিধাবঞ্চিত নারী ও এনজিও’র সাথে ডিসির মতবিনিময়
কালুখালীতে শীতার্তদের মাঝে  রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ
সর্বশেষ সংবাদ