ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
নবাবপুরের চেয়ারম্যানের বিরুদ্ধে ৯জন সদস্যের সংবাদ সম্মেলন
  • তনু সিকদার সবুজ
  • ২০২৩-০৯-০৭ ১৫:২৩:০৫

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বাদশা আলমগীরের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ৯জন ইউপি সদস্য।

গতকাল ৭ই সেপ্টেম্বর দুপুরে বালিয়াকান্দি উপজেলা পরিষদের মুক্ত মঞ্চে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন তারা। এতে ইউপি সদস্য আমিনুর রহমান বাবু, কাবিল উদ্দিন মন্ডল ও সাফিয়া বেগম বক্তব্য রাখেন। পরে তারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামের কাছে লিখিত অভিযোগ পত্র প্রদান করেন। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে ১০ কার্য দিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। যদি তদন্তে ঘটনার সতত্যা পাওয়া যায় তাহলে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 
পাংশায় পদ্মা ব্যারেজ নির্মাণসহ রাজবাড়ীকে এগিয়ে নিতে এখনই সময় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা--খৈয়ম
 রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলীর বাড়িতে চুরি
রাজবাড়ী-১ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সালাম মিয়া
সর্বশেষ সংবাদ