রাজবাড়ী জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন ক্যাটাগরিতে ২০২২-২০২৩ সালের শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়েছে।
গতকাল ১২ই সেপ্টেম্বর বিকালে কালেক্টরেটের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতি হিসেবে জেলা প্রশাসক আবু কায়সার খান তাদের হাতে এ পুরস্কার তুলে দেন।
এ সময় জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক আসাদুজ্জামান রিপন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সূবর্ণা রানী সাহা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ মোরশেদা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জয়ন্তী রূপা রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সোহাগ হোসেন, জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ যে, রাজবাড়ী জেলা প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ মোঃ সজীব, সহকারী কমিশনার শিবরাজ চৌধুরী ও কর্মচারীদের মধ্যে জুডিশিয়াল মুন্সিখানা শাখার সহকারী প্রশাসনিক কর্মকর্তা খালেদা ফেরদৌস, বালিয়াকান্দি উপজেলা ভূমি অফিসের সার্টিফিকেট সহকারী হারুনার রশিদ, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের খবির উদ্দিন মোল্লা ও অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) গোপনীয় শাখার প্রসেস সার্ভার মোঃ ওদুদ মোল্লাকে ২০২২-২০২৩ সালের শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়।