ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
রাজবাড়ী-১ আসনে বিএনপি’র মনোনয়নপ্রত্যাশী এডঃ আসলাম মিয়ার গণসংযোগ
  • হেলাল মাহমুদ
  • ২০২৩-০৯-১৫ ১৫:১৬:৩৩

সন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজবাড়ী-১ আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এডঃ আসলাম মিয়া গণসংযোগ শুরু করেছেন। 

 গতকাল ১৫ই সেপ্টেম্বর বিকালে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে গণসংযোগ করেন তিনি।

 এ সময় জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক রেজাউল করিম পিন্টু, পৌর বিএনপির আহবায়ক মাহবুব চৌধুরী দুলাল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান লিখন, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো মোশারফ আহমেদ, গোয়ালন্দ পৌর বিএনপির সভাপতি মোঃ আবুল কাশেম মন্ডল, গোয়ালন্দ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান মজি, গোয়ালন্দ উপজেলা যুবদলের সদস্য সচিব সানোয়ার আহমেদ সানু, গোয়ালন্দ পৌর যুবদলের সদস্য সচিব কামরুজ্জামান কামরুল, গোয়ালন্দ পৌর যুবদলের অন্যতম নেতা ফরিদুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শেখর আহমেদ সবুজ, গোয়ালন্দ পৌর ছাত্রদলের সভাপতি মোঃ আজিম ইসলাম ও গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রী কলেজ শাখার সভাপতি মোঃ রকি প্রমুখ উপস্থিত ছিলেন।

 গণসংযোগকালে কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডঃ আসলাম মিয়া বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির মনোয়নন প্রত্যাশী হয়ে আজ রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় থেকে সাধারণ খেটে খাওয়া মানুষের সাথে মিশে গণসংযোগ শুরু করলাম। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য দলের মনোনয়ন পেলে জনগণের বিপুল ভোটে তিনি জয়লাভ করবো বলে আশা প্রকাশ করেন।

 

 

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ