ঢাকা মঙ্গলবার, সেপ্টেম্বর ২৬, ২০২৩
রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন গোয়ালন্দ ঘাট থানার স্বপন কুমার মজুমদার
  • মইনুল হক মৃধা
  • ২০২৩-০৯-১৭ ১৪:৫৪:৪৭

রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার।

গতকাল ১৭ই সেপ্টেম্বর সকাল ১০টায় রাজবাড়ী জেলা পুলিশের আয়োজনে মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ তার হাতে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের সম্মাননা স্মারক তুলে দেন।

জানা গেছে, চলতি বছরের আগস্ট মাসে মাদক ও অস্ত্র উদ্ধার, ওয়ারেন্ট তামিল এবং মামলা নিস্পত্তি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন স্বপন কুমার মজুমদার এবং জেলার আগস্ট মাসে মাদক উদ্ধারে শ্রেষ্ঠ হন গোয়ালন্দ ঘাট থানার এসআই আশ্রাফুল ইসলাম। মাসিক কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোঃ সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইফতেখারুজ্জামানসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ উপস্থিত ছিলেন।

রাজবাড়ীতে মাদক মামলার রায়ে ৩জনের যাবজ্জীবন
 রাজবাড়ীতে জেলা পর্যায়ের বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে অবহিতকরণ কর্মশালা
সর্বশেষ সংবাদ