ঢাকা শনিবার, জুলাই ২৭, ২০২৪
রাজবাড়ীতে জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত
  • আসহাবুল ইয়ামিন রয়েন
  • ২০২৩-০৯-১৭ ১৪:৫৮:৩৯

 “সেবা ও উন্নতির রুপান্তর, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রাজবাড়ীতে জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১৭ই সেপ্টেম্বর জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে। 

সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালী শেষে কালেক্টরেটের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

  জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সূবর্ণা রানী সাহার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে জেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম শফিকুল মোরশেদ আরুজ, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহীম টিটন, জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোঃ আসাদুজ্জামান রিপন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইফতেখারুজ্জামান, রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নাদিয়া ফেরদৌসী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রাকিবুল হাসান পিয়াল, এলজিইডির সহকারী প্রকৌশলী জোনায়েদ হোসেন খান প্রমুখ বক্তব্য রাখেন।

 এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমিন, জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণ, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 

আলোচনা সভায় প্রধান অতিথি রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, সভাপতি জেলা প্রশাসক আবু কায়সার খানসহ বক্তাগণ স্থানীয় সরকার বিভাগ কর্তৃক সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন ও ভবিষ্যতে স্থানীয় সরকার বিভাগকে আরো বেশী গতিশীল ভাবে কাজ করার আহবান জানান। 

এছাড়াও  মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সকলকে সম্মেলিতভাবে কাজ করার আহ্বান জানান।

রাজবাড়ীতে ১৬ ঘন্টা কারফিউ শিথিল॥জনজীবনে ফিরছে স্বস্তি
টিকিট ফেরতসহ রেলওয়ের ক্ষয়ক্ষতি ২২ কোটি টাকা----রেলপথমন্ত্রী
বসন্তপুরে ভাড়ায় চালিত মোটর সাইকেল চালকের বিরুদ্ধে নারী যাত্রীকে ধর্ষণ চেষ্টা
সর্বশেষ সংবাদ