রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় গতকাল ১৯শে সেপ্টেম্বর এইচএসসি-বিএমটি শাখা পরীক্ষায় আইডিয়াল গার্লস কলেজ কেন্দ্রে (ভেন্যু পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়) অসদুপায় অবলম্বনের দায়ে ১৪জন পরীক্ষার্থীকে বহিষ্কার করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী। একই সাথে পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলার দায়ে দায়িত্বরত ২জন কলেজ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
জানা যায়, গতকাল ১৯ সেপ্টেম্বর সকালে এইচএসসি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ইংরেজী দ্বিতীয়পত্র বিষয়ে পরীক্ষা ছিল। বেলা ১১টার দিকে আকস্মিকভাবে পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী আইডিয়াল গার্লস কলেজ কেন্দ্রের পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ভেন্যু পরিদর্শন করেন। সেখানে পরীক্ষা চলাকালে নকল ও মোবাইল ফোনসহ ১৪জন পরীক্ষার্থীকে হাতেনাতে ধরে বহিষ্কার এবং কক্ষে দায়িত্বরত ২জন কলেজ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করেন তিনি।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী ও পরীক্ষার কেন্দ্র সচিব অধ্যক্ষ মোঃ আব্দুল মান্নান এ তথ্য নিশ্চিত করেন।
আইডিয়াল গার্লস কলেজ কেন্দ্রের (ভেন্যু পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়) সচিব ও অত্র কলেজ অধ্যক্ষ মোঃ আব্দুল মান্নান জানান, কালুখালী কলেজ, মাজবাড়ী জাহানারা বেগম কলেজ ও আইডিয়াল গার্লস কলেজের এইচএসসি (বিএমটি) শাখার পরীক্ষার জন্য কেন্দ্র করা হয়েছে আইডিয়াল গার্লস কলেজ এবং ভেন্যু করা হয়েছে পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে।
গতকাল মঙ্গলবার সকালে ইংরেজী দ্বিতীয়পত্র বিষয়ে পরীক্ষায় ২৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৪জন অনুপস্থিত ছিল। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১৪জন পরীক্ষার্থীকে বহিষ্কার এবং দায়িত্বে অবহেলায় ২জন শিক্ষকের অব্যাহতি প্রদান করা হয়।