রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে গত ২০শে সেপ্টেম্বর দিনগত রাতে ১হাজার পিস ইয়াবাসহ ৩জন মাদক বিক্রেতাকে পুলিশ গ্রেফতার করেছে।
এ সময় তাদের কাছ থেকে একটি টিভিএস কোম্পানীর এপাচি আরটিআর ১৬০ সিসি লাল রঙের একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- বালিয়াকান্দি উপজেলার রায়পুর গ্রামের দিয়ানত শেখের ছেলে আব্দুল আওয়াল ওরফে রুমান, একই গ্রামের মৃত সোরহাব শেখের ছেলে মোঃ কাসেদ শেখ ও ইউসুফ ফকিরের ছেলে শাওন ফকির(১৯),
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান বলেন, উল্লেখিতরা মাদকের একটি বড় চালান নিয়ে জামালপুর ইউনিয়নের বেতাঙ্গা গ্রামে অবস্থান করছিল। এমন তথ্যের ভিত্তিতে দিনগত রাত ১টার দিকে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের বেতেঙ্গা গ্রামের শহিদুল ইসলামের বসতবাড়ীর সামনে পাকা রাস্তার উপর থেকে উল্লেখিতদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১হাজার পিস ইয়াবা উদ্ধার ও একটি মোটর সাইকেল জব্দ করা হয়।