ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
বালিয়াকান্দিতে উপজেলা আইন-শৃঙ্খলা ও সন্ত্রাস নাশকতা প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তনু সিকদার সবুজ
  • ২০২৩-০৯-২১ ১৬:২৫:২১

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে উপজেলা আইন-শৃঙ্খলা ও সন্ত্রাস নাশকতা প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। 
 গতকাল ২১শে সেপ্টেম্বর সকালে উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে সভা দুটি অনুষ্ঠিত হয়।
 সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, সহকারী কমিশনার(ভূমি) হাসিবুল হাসান, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ প্রাণোবেন্দ্র মজুমদার, মহিলা পরিষদের সভানেত্রী বাসন্ত স্যানাল প্রমুখ বক্তব্য রাখেন। তবে ইউনিয়ন পরিষদের চেযারম্যানগণ সভায় অনুপস্থিত ছিলেন।  

 

গোয়ালন্দে একই স্থানে বিএনপির দুই গ্রুপের জনসভার ডাক॥জনমনে উৎকণ্ঠা
 মাছপাড়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইন
পাংশার মাছপাড়া ইউপিতে টিসিবি’র পণ্য বিক্রি
সর্বশেষ সংবাদ