রাজবাড়ী জেলার পাংশা উপজেলার পাট্টা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে গতকাল ২১শে সেপ্টেম্বর বিকালে পাট্টা ইউনিয়ন পরিষদ চত্বরে বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
পাট্টা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও পাট্টা ইউপির চেয়ারম্যান মোঃ আব্দুর রব মোনা বিশ্বাসের সভাপতিত্বে এবং পাট্টা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান লাল মাস্টারের উপস্থাপনায় কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বক্তব্য রাখেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের জন্য, সাধারণ মানুষের কল্যাণের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিদ্যুৎ, রাস্তাঘাট, ব্রিজকালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, কমিউনিটি ক্লিনিক প্রভৃতি উন্নয়ন প্রধানমন্ত্রী শেখ হাসিনাই করছেন।
এমপি জিল্লুল হাকিম আরো বলেন, শেখ হাসিনা গৃহহীন ও ভূমিহীন মানুষের দুই শতাংশ জমিসহ ঘর নির্মাণ করে দিয়েছেন। তারা মাথা গোঁজার ঠাঁই পেয়েছে। দরিদ্র মানুষের আর্থ সামাজিক উন্নয়নে বয়স্কভাতা, বিধবাভাতা, ভিজিডি, ভিজিএফ, প্রতিবন্ধী ভাতা প্রভৃতি কর্মসূচির মাধ্যমে তাদের আত্মমর্যাদার সাথে বেঁচে থাকার অধিকার প্রতিষ্ঠা করেছেন। শেখ হাসিনা জনগণের পাশে আছেন। তাকে সহযোগিতা করতে হবে। দেশের উন্নয়নে এবং মানুষের কল্যাণে কাজ করার সুযোগ সৃষ্টি করে দিতে হবে। সামনে নির্বাচন আসছে। অনেকেই আপনাদের সামনে আসবেন। যারা দেশের জন্য, মানুষের জন্য কাজ করছে আপনারা তাকে ভোট দিবেন।
তিনি বলেন, আপনারা নৌকায় ভোট দিয়ে বারবার আমাকে এমপি নির্বাচিত করেছেন। আমি আপনাদের সেবা করে যাচ্ছি। আপনাদের প্রতি আমার আস্থা ও ভালোবাসা আছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করে শেখ হাসিনাকে আবারো দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করতে এখন থেকেই মাঠে থাকার দিক নির্দেশনা প্রদান করেন তিনি।
এমপি জিল্লুল হাকিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন বার্তা জনসাধারণের মাঝে তুলে ধরতে হবে। একই সাথে নৌকার জন্য ভোট চাইতে হবে। চায়ের দোকানে বসে যে সমস্ত বিএনপির লোকজন উস্কানিমূলক কথাবার্তা বলছে তার জবাব দিতে হবে।
তিনি বিএনপির দুঃশাসনের বিবরণ তুলে ধরে বলেন, বিএনপি দেশের জন্য, জনগণের জন্য ভালো কোন কাজ করে নাই। তারা ক্ষমতায় থাকতে খুন-রাহাজানি, চাঁদাবাজি, রাস্তার গাছ কেটে বিক্রি, পুকুরের মাছ লুট করে এলাকায় অশান্তি সৃষ্টি করেছিল। যার কারণে তারা ভোটের জন্য জনগণের সামনে আসতে ভয় পাচ্ছে। তারা বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে। কিন্তু বিদেশিরা কারো ক্ষমতায় বসায়ে দিতে পারবে না।
বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় মিছিলে আবার দেখা হবে বলে দলীয় নেতা কর্মী সমর্থকদের উজ্জীবিত করেন।
কর্মী সমাবেশে বিশেষ অতিথিদের মধ্যে রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো, পাংশা পৌরসভার মেয়র মোঃ ওয়াজেদ আলী মাস্টার বক্তব্য রাখেন।
স্বাগত বক্তব্য রাখেন পাট্টা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আলী মন্ডল। ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যে রমজান আলী মেম্বার, জিয়াউর রহমান মিলন ও বাবন আলী সরদার প্রমূখ বক্তব্য রাখেন।
পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আব্দুল ওহাব মন্ডল, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান গোবিন্দ কুন্ডু, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, মৌরাট ইউপির চেয়ারম্যান হাবিবুর রহমান প্রামানিক, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওসমান গনী, জেলা পরিষদের সংরক্ষিত আসনের সদস্য ও মাছপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফুরা খাতুন, পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সান্তনা দাস, পাংশা উপজেলা ওলামা লীগের আহবায়ক মাওলানা মোঃ আব্দুল কুদ্দুসসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন। পাট্টা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী সমর্থক ব্যানার ও বাদ্যযন্ত্র সহকারে কর্মী সমাবেশে যোগদান করে।
উল্লেখ্য, রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তার নির্বাচনী এলাকার পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলার প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে দলীয় কর্মী সমাবেশ করছেন। বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী সমর্থক কর্মী সমাবেশে যোগদান করায় কর্মী সমাবেশ নির্বাচনী জনসভায় পরিণত হচ্ছে।