ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
গোয়ালন্দের মঞ্জুয়ারা জেলার সেরা প্রধান শিক্ষিকা নির্বাচিত
  • মইনুল হক মৃধা
  • ২০২৩-০৯-২৩ ১৫:৪১:৫২

প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ এ রাজবাড়ী জেলা পর্যায়ে সেরা প্রধান শিক্ষিক(নারী) নির্বাচিত হয়েছেন গোয়ালন্দ উপজেলার তেনাপচা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকা মঞ্জুয়ারা কাদরী।
 মঞ্জুয়ারা কাদরী এর আগেও তিনি গোয়ালন্দ উপজেলা পর্যায়ে চারবার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছিলেন।
 গোয়ালন্দ উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মোহাম্মদ আজিজুল ইসলাম জানান, গত ১০ই সেপ্টেম্বর প্রাথমিক শিক্ষা পদক বাছাই এ সেরা শিক্ষিকা, কর্মচারী, বিদ্যালয় ও ব্যবস্থাপনা কমিটির ফলাফল ঘোষণা করা হয়। পরবর্তীতে উপজেলা পর্যায়ে নির্বাচিত সেরা চার শিক্ষকের নামের তালিকা জেলা পর্যায়ে পাঠান। গত ১৪ই সেপ্টেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতিযোগিতা শেষে গত ২১শে সেপ্টেম্বর ফলাফল ঘোষণা করা হয়।
 মঞ্জুয়ারা কাদরী বলেন, সকলের সহযোগিতায় জেলা পর্যায়ে সেরা প্রধান শিক্ষিকা(নারী) নির্বাচিত হয়েছি। উপজেলা পর্যায়ে চারবার সেরা হলেও জেলা পর্যায়ে এবারই প্রথম। শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি নিজেকে সমাজের জন্য কিছু করার মানসিকতা থেকে বন্ধুসভার কর্মকান্ডে জড়িত থাকা। আগামীতেও এই ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা এবং দোয়া কামনা করছি।

 

রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
সর্বশেষ সংবাদ