রাজবাড়ীতে পঞ্চম শ্রেণীর স্কুল ছাত্র রিফাদ(১২) হত্যা মামলার রায়ে ৩জন আসামীকে ফাঁসি ও প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশ প্রদান করেছে আদালত।
এ হত্যাকান্ডের দীর্ঘ ১০বছর পর গতকাল ২৭শে সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মোঃ সাব্বির ফয়েজ জনাকীর্ণ আদালতে আসামীদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দন্ডপ্রাপ্ত আসামীরা হলো- রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা গ্রামের রনজিৎ কুমারের ছেলে রঞ্জন ওরফে রক্তিম(বর্তমান বয়স ৩২), একই(সজ্জনকান্দা) এলাকার দুলালের ছেলে রাসেল(৩৪) ও চরনারায়নপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে রনি(৩০)।
জানা গেছে, রিফাতের পিতা রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের চরনারায়নপুর গ্রামের মোক্তার মন্ডল দীর্ঘদিন ধরে বাহারাইনে চাকুরী করেন। গত ২০/৩/২০১৩ তারিখে ছুটিতে বাহারাইন থেকে বাড়ীতে আসেন। গত ৬ই নভেম্বর-২০১৩ তার ছেলে রিফাত স্কুল থেকে যথাসময়ে বাড়ীতে না আসলে বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করা হয়। কিন্তু কোথাও রিফাতকে পাওয়া না গেলে তিনি ওই দিনই রাজবাড়ী থানায় একটি জিডি করেন। জিডি করার পর ওই দিনই সন্ধ্যা ৭টার দিকে ০১৯৮৮৩৭২১২৩ নং মোবাইল ফোন হতে তার(মোক্তার মন্ডল) মোবাইলে ফোন করে অপহরনকারী জানায় রিফাত তাদের কাছে আছে। এ সময় রিফাতকে ফিরিয়ে পেতে হলে অপহরনকারীরা তার কাছে ১৫লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে।
আদালত ও মামলা সূত্রে জানা যায়, রিফাত রাজবাড়ী কিন্ডার গার্টেন স্কুলে পড়তো। ২০১৩ সালের ৬ই নভেম্বর সকাল ৮টায় রিফাত স্কুলে যায়। দুপুরে বাড়ী না ফেরায় তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। তাকে কোথায়ও না পেয়ে রাজবাড়ী সদর থানায় সাধারণ ডায়েরী করা করে রিফাতের বাবা প্রবাসী মোক্তার মোল্লা। ওই দিন সন্ধ্যায় উল্লেখিতরা তার কাছে ফোন করে জানায় রিফাত তাদের কাছে আছে। এ সময় তারা রিফাতের মুক্তিপণ হিসেবে তার কাছে ১৫ লাখ টাকা দাবী করে। পরে তিনি বিষয়টি থানা পুলিশকে জানান। এক পর্যায়ে মুক্তিপণ না পেয়ে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার পর সজ্জনকান্দা এলাকার ভৈরব শীলের টয়লেটের ট্যাঙ্কিতে রিফাতের মরদেহ লুকিয়ে রাখে তারা।
এ ঘটনায় অভিযুক্ত রঞ্জন কুমার সরকার ওরফে রক্তিমকে প্রধান আসামী করে ৬জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৭/৮ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে রিফাতের বাবা মোক্তার মন্ডল। পরবর্তীতে পুলিশ ফোন নম্বরের সূত্র ধরে আসামীদের গ্রেফতার করলে তদের দেয়া তথ্য অনুযায়ী ভৈরব শীলের টয়লেটের ট্যাঙ্কির মধ্য থেকে রিফাতের মরদেহ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত রঞ্জন কুমার সরকার ওরফে রক্তিম ২০১৩ সালের গত ১৪ই নভেম্বর রাজবাড়ীর ১নং আমলী আদালতে ফৌঃকাঃবিঃ আইনের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে।
মামলার দীর্ঘ তদন্ত শেষে পুলিশ রিফাত হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে উল্লেখিত ৩জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ ১০ বছর পর গতকাল ২৭শে সেপ্টেম্বর বিজ্ঞ আদালত আলোচিত এ হত্যা মামলার রায় ঘোষণা করেন।
রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পাবলিক প্রসিকিউটর এডভোকেট সাইফুল ইসলাম বলেন, শিশু রিফাদকে অপহরণের পর নির্মমভাবে হত্যা করে সন্ত্রাসীরা। দীর্ঘ শুনানী শেষে বিচারক রায় প্রদান করেন। এ রায়ে বিচার প্রার্থী সঠিক বিচার পেয়েছে।