ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল’ এই প্রতিপাদ্যে রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া কাজী ছমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে শুরু হয়েছে। ‘হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্ট।
গত ২৮শে সেপ্টেম্বর বিকালে তরুন ক্লাবের উদ্যোগে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা পরিষদের হিসাব রক্ষক ও স্থানীয় বিশিষ্ট সমাজসেবক আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাজিব মোল্লা।
অনুষ্ঠানে প্রধান অতিথি আবুল কালাম আজাদ মাটিপাড়া তরুন ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে ফুটবল ও জার্সি উপহার দেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে রামকান্তপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল হাসেম বিশ্বাস, মাটিপাড়া কাজী ছমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোন্দকার ফিরোজ আহমেদ, বিশিষ্ট সমাজ সেবক মোঃ শফিকুল ইসলাম সজীব, মাটিপাড়া তরুন ক্লাবের সভাপতি দোলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হাবিবসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধায়নের দায়িত্বে রয়েছেন রাজবাড়ী সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ও তরুন ক্লাবের সহ-সভাপতি মোঃ ইমরান হোসেন।
টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার মরহুম সোহান স্মৃতি সংসদ বনাম চুয়াডাঙ্গা জেলার মুন্সিগঞ্জ ফুটবল একাডেমী অংশগ্রহণ করে।