রাজবাড়ী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল গতকাল ১৪ই মে সকালে পৌরসভা কার্যালয় সংলগ্ন সিঙ্গার মোড়ে ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া ২শত অসহায় পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেন।
এ সময় রাজবাড়ী ডিবি’র ওসি ওমর শরীফ উপস্থিত ছিলেন। বিতরণকৃত ত্রাণের মধ্যে ছিল ১০ কেজি করে চাল ও ২ কেজি করে আলু।
উল্লেখ্য, করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া দুস্থ-অসহায় পরিবারের মধ্যে বিতরণের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দেয়া এবং রাজবাড়ীর জেলা প্রশাসক কর্তৃক বরাদ্দ ও সদর উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক উপ-বরাদ্দ থেকে এই ত্রাণ বিতরণ করা হয়।